অঙ্কের জাঁতাকলে না পড়ে প্লে-অফের টিকিট ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ডেরায় গিয়ে ৫ উইকেটে হারিয়ে ঘরের মাঠে পরাজয়ের বদলাও নিল। সব কিছু ঠিকঠাক চললে ইডেনেই প্লে-অফ খেলবে কেকেআর। প্রতিপক্ষ হয়তো মুম্বই।
শনিবার যে ব্যাপারটা নাইটদের সবচেয়ে স্বস্তি দেবে, সেটা হল স্লগ ওভারে বোলিং। একটা পরিসংখ্যান দেখছিলাম। কেন উইলিয়ামসন আউট হওয়ার পরের ৭.২ ওভারে মাত্র ৪৫ রান তুলেছিল হায়দরাবাদ। অথচ শিখর ধওয়ন ও শ্রীবৎস গোস্বামী যখন ব্যাট করছিল, মনে হচ্ছিল দু’শো রান উঠবে। ১৭২ রানে আটকে গেল তারা।
কোন জাদুতে ঘুরে গেল ম্যাচের মোড়? প্রসিদ্ধ কৃষ্ণ। কর্নাটকের পেসার ৩০ রান দিয়ে তুলে নিল ৪ উইকেট। শিকারের তালিকায় ধওয়ন, মণীশ পাণ্ডে, শাকিব আল হাসান ও রাশিদ খান। টুর্নামেন্টের শুরুতে লিখেছিলাম, নাইটদের জোরে বোলিংটা একটু কমজোরি। প্রসিদ্ধ সেই ছবিটা রাতারাতি বদলে দিচ্ছে। চাপের মুখে দারুণ বল করছে। কমলেশ নাগরকোটির চোট পেয়ে ছিটকে যাওয়াটা সেই অর্থে শাপে বরই হল। পাশাপাশি শনিবার ডেথ ওভারে ভাল বল করল আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনও। কার্তিককে অনেকটা স্বস্তি দিয়ে।
রান তাড়া করতে নেমে একবারও চাপে রয়েছে বলে মনে হয়নি নাইট ব্যাটসম্যানদের। নারাইন-ক্রিস লিন ঝোড়ো শুরু করল। রবিন উথাপ্পা ধারাবাহিকভাবে রান করছে। ভাল লাগল যেভাবে কার্তিক চাপের ম্যাচে নিজেকে চার নম্বরে তুলে আনল দেখে। হায়দরাবাদ বোলারদের একটা খারাপ দিন কাটল। হায়দরাবাদের বিরুদ্ধে বদলা নেওয়া গেল। এবার মুম্বইকে পেলে সেই ম্যাচ জিতে কেকের ওপর আইসিংয়ের অপেক্ষা।