SEND FEEDBACK

English
Bengali
English
Bengali

ধোনিকে কি অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল? এতদিনে মুখ খুললেন এম এস কে প্রসাদ

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | মে ১৪, ২০১৭
Share it on
আকস্মিক ভাবেই ধোনি জানিয়েছিলেন, ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলকে আর নেতৃত্ব দেবেন না। এর পর কেটে গিয়েছে অনেকগুলো মাস। ধোনির অবসরকে কেন্দ্র করে এত দিনে মুখ খুললেন এম এস কে প্রসাদ।

জানুয়ারির গোড়াতেই অধিনায়কের মুকুট মাথা থেকে নামিয়ে রেখেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। আকস্মিক ভাবেই তিনি জানিয়েছিলেন, ওয়ান ডে এবং টি টোয়েন্টি দলকে আর নেতৃত্ব দেবেন না। এর পর কেটে গিয়েছে অনেকগুলো মাস। মাহির আকস্মিক সিদ্ধান্তকে কেন্দ্র করে নানা মহলে চলেছে জল্পনা, উঠে এসেছে পাঁমমেশালি তথ্য। এমনকী এ-ও এক সময়ে শোনা গিয়েছিল যে, তাঁকে অবসর নিতে বাধ্য করা হয়েছে। তবে এ সব বক্তব্যের কোনও প্রমাণ পাওয়া যায়নি। এ প্রসঙ্গে এ বার মুখ খুললেন জাতীয় দলের মুখ্য নির্বাচক এম এস কে প্রসাদ। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি প্রসাদ জানিয়েছেন, এই খবরের কোনও সত্যতা নেই। তাঁর কথায়, ‘অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর জন্য ধোনির উপর কোনও চাপই ছিল না। এটা সম্পূর্ণই তাঁর নিজের সিদ্ধান্ত ছিল। আমার মনে আছে, তখন গুজরাট আর নাগপুরের মধ্যে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলা চলছিল। সেই সময়েই ও আমায় ওর সিদ্ধান্তের কথা জানায়। তাই ও যখন অফিশিয়ালি এই সিদ্ধান্তের কথা সকলের সামনে আনে, আমি বিন্দুমাত্র অবাক হইনি।’

তিনি আরও বলেন, ‘ধোনি এক জন অত্যন্ত সৎ মানুষ। দেশের প্রতি ওর অবদানের জন্য ওকে ধন্যবাদ জানাই। তবে মনে রাখতে হবে, এখানেই ওর কাজ শেষ হয়নি। কোহলিকে গাইড করার কাজটাও ওকেই করতে হবে।’

Mahendra Singh Dhoni MSK Prasad
Share it on
Community guidelines
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -