২০১৪ সালে সানরাইজার্স হায়াদ্রাবাদের বিরুদ্ধে আইপিএলের দ্রুততম অর্ধশতক করে রেকর্ড গড়েছিলেন ইউসুফ পাঠান। সেইবার ১৫ বলে ৫০ রান করেন তিনি। গত রবিবার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ব্যাট করতে নেমে সুনীল নারিন ইউসুফের রেকর্ড স্পর্শ করেছেন। ধামাকাদার এক ইনিংস খেলে দ্রুততম অর্ধশতকের ক্লাবে ঢুকে পড়েছেন তিনিও। বলা বাহুল্য, আই পি এলের ইতিহাসে দু’বারই দ্রুততম অর্ধশতক করার কৃতিত্ব জমা হল কলকাতার ঘরে।
আরও পড়ুন:—
উথাপ্পাকে নিয়ে ধোঁয়াশার মধ্যে জয়ে ফেরার প্রতিশ্রুতি মণীশের
২ বলে ১৮ রান কি সম্ভব? অসম্ভবকে সম্ভব করতে দক্ষ কেকেআর। কীভাবে জেনে নিন
এই নিয়ে মুখ খুললেন কেকেআর ব্যাটসম্যান মনীশ পাণ্ড্য। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘নারিন-এর এই রেকর্ড নিঃসন্দেহে উল্লেখযোগ্য। ইউসুফের রেকর্ড স্পর্শ করেছে ও। খুবই নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি বড় রান আসবে ওর ব্যাট থেকে।ওর যদিও নতুন করে নিজেকে প্রমাণ করার আর কিছু নেই।’
মনীশ পাণ্ড্য-র এই বক্তব্যের পরে একথা পরিস্কার যে তিনি এখনও আস্থা রেখেছেন তাঁর সতীর্থের উপর। কিন্তু প্রশ্ন হল, প্রিয় খেলোয়াড়ের ব্যাট থেকে রান না এলে সমর্থকরা কতদিন সেই আস্থাটা রাখবেন? উত্তরটা শুধু সময়ের অপেক্ষা।