আইলিগ খেলা ক্লাবগুলো বড়সড় লড়াইয়ের পথে হয়তো নামতে চলেছে। ভিতরে ভিতরে একজোট হচ্ছে তারা। এমনটাই দাবি মিনার্ভা কর্ণধার রঞ্জিৎ বাজাজের।
আইলিগ-এর সূচি অনুযায়ী, আজ সোমবার ভূস্বর্গে রিয়েল কাশ্মীর বনাম মিনার্ভা পঞ্জাবের ম্যাচ ছিল। অথচ সকাল থেকেই অগ্নিগর্ভ কাশ্মীর। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে ম্যাচ হওয়া সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠে যায়। এদিন নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিহত চার সেনা জওয়ান। সার্চ অপারেশন চলেছে সেখানে। কাশ্মীরকে অপেক্ষায় রাখে মিনার্ভা পঞ্জাব। এর পরেই গোটা দেশে ছড়িয়ে পড়ে গুঞ্জন।
তাহলে কি রিয়েল কাশ্মীরকে তিন পয়েন্ট দিয়ে দেওয়া হল? মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিৎ বাজাজ ‘যুদ্ধং দেহি’ মেজাজে। তিনি বলছেন, ‘‘আমরা আদালতের দ্বারস্থ। তিন পয়েন্ট যদি রিয়েল কাশ্মীরকে দেওয়া হয়, তাহলে একাধিক ক্লাব প্রতিবাদে নামবে। আপনি লিখে দিন, ইস্টবেঙ্গল, মোহনবাগান, গোকুলাম, চেন্নাই আমার সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছে। ওরা নৈতিক সমর্থন জানিয়েছে।’’
গুগলে সার্চ দিলে অবশ্য জানা যাচ্ছে, মিনার্ভা বনাম রিয়েল কাশ্মীর ম্যাচটি স্থগিত রয়েছে। কে পয়েন্ট পাবে, কার থেকে পয়েন্ট কেড়ে নেওয়া হবে, তা জানতে দিনসাতেক সময় লাগবে।
মন্দ আবহাওয়া ও মাঠ খারাপ হওয়ায় ইস্টবেঙ্গল-রিয়েল কাশ্মীরের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছিল। নতুন সূচি অনুযায়ী, ইস্টবেঙ্গল-কাশ্মীর ম্যাচ দেওয়া হয় চলতি মাসের ২৮ তারিখে। কিন্তু কাশ্মীর এখন অশান্ত। এই অবস্থায় কি ইস্টবেঙ্গল যাবে খেলতে? মিনার্ভা কর্ণধার বলছেন, ‘‘এই পরিবেশে কি খেলা সম্ভব? একদিকে গুলি চলছে, বোমা পড়ছে, আর ফুটবলাররা গোলের জন্য ঝাঁপাচ্ছে! এভাবে কি খেলা যায়?’’
রঞ্জিৎ বাজাজ কিন্তু ইস্টবেঙ্গলকে ফাইনাল পাস বাড়িয়ে দিলেন। আপাতত পরিস্থিতি কোন দিকে যায়, সেই দিকেই নজর সারা দেশের ফুটবলপ্রেমীদের।