অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সাক্ষী থাকতে হল। বিশাখাপত্তনমে প্রথম টি টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ভারতকে থামতে হল মাত্র ১২৭ রানে। লোকেশ রাহুল (৩৬ বলে ৫০), বিরাট কোহলি (১৭ বলে ২৪) এবং শেষদিকে মহেন্দ্র সিংহ ধোনি-র (৩৭ বলে ২৯) ব্যাট কথা না বললে ভারত এদিন সম্মানজনক স্কোরেও পৌঁছতো না।
রোহিত শর্মা (৫), ঋষভ পন্থ (৩), দীনেশ কার্তিক (১), হার্দিক পাণ্ড্য (১), উমেশ যাদবরা (২) সব আয়ারাম গয়ারাম-এর ভূমিকা পালন করলেন। লো স্কোরিং এই টোটালেই ধোনির ভূমিকা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল। পরিসংখ্যান বলছে, ধোনি এদিন ৩৭ বলে ২৯ রান করেছেন। অপরাজিত থেকেই ক্রিজ ছেড়েছেন। তবে পরিসংখ্যান এটাও জানাচ্ছে, ধোনি ক্রিজে ১৭টি ডট বল খেলেছেন। কুইল্টার নাইল, শর্ট, কামিন্স, জাম্পা কিংবা রিচার্ডসনদের বল কখনও মিস করেছেন, কখনও বা ডিপ মিড উইকেটে বল ঠেলেও রান নিতে দৌঁড়ননি।
কুড়ি বিশের যুদ্ধে প্রতিটি বলই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। তবে ধোনি-র এদিন ১৭ ডট বলের রহস্য কী তাঁর ফিটনেসে ঘাটতি না রিফ্লেক্সের অভাব, তা প্রশ্ন তুলে দিয়ে গেল। সামনেই বিশ্বকাপ। তার আগে ধোনির এই বল মিস-কাণ্ড চিন্তায় রাখবে ভারতীয় দলকে।