নেতৃত্ব ছেড়ে দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু ভক্তরা তো তাঁকে নেতা হিসেবেই বারংবার দেখতে চান।
নিউ জিল্যান্ডের মাটিতে নেতা হয়ে ফিরলেন ধোনি। তবে তা অল্প সময়ের জন্য। এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন ধোনি। তা নিয়ে বোর্ডের অভ্যন্তরেই বিস্তর কথাবার্তা চলে। এশিয়া কাপে নেতৃত্বের আর্মব্যান্ড পরায় বোর্ড কর্তারা না কি খুশি হতে পারেননি। এমনই খবর ছড়িয়েছিল। এশিয়া কাপ হয়ে গিয়েছে। এখন নতুন সিরিজ।
সেই সিরিজেই ধোনি ফিরলেন নেতা হয়ে। ইডেন পার্কে অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। কিউয়িদের ইনিংসের ১৬-তম ওভারের ঘটনা। কলিন ডি গ্র্যান্ডহোমের ক্যাচ ধরতে গিয়ে হাতের আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। বিরাট কোহলি বিশ্রাম নেওয়ায় রোহিতই দলকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর আহুলের চোট কতটা, তা পরীক্ষা করে দেখছিলেন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। তখন দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ধোনি। উইকেটের পিছনে দাঁড়িয়ে ফিল্ডিং পরিবর্তন করতে দেখা যায় ধোনিকে। এত কম সময়ে ধোনিকে আগে নেতৃত্বে দেখা গিয়েছে কিনা, তা জানা নেই।