মুম্বই ইন্ডিয়ান্স যখন প্রথম ব্যাট করে আট উইকেটে ১২৯ রান তুলেছিল, অনেকেই ধরে নিয়েছিলেন প্রথমবার আইপিএল জিততে চলেছে রাইজিং পুণে সুপারজায়ান্ট।
ম্যাচের শেষে যদিও ফের সেই আপ্তবাক্যটাই শিরোনামে উঠে এল। ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। মুম্বইয়ের স্কোর তাড়া করতে নেমে মাত্র এক রান আগে থেমে গেল পুণে। অধিনায়ক স্টিভ স্মিথ ৫০ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেও শেষরক্ষা করতে পারলেন না। শেষ চার ওভারে পুণের প্রয়োজন ছিল ৩৩ রান। হাতে আট উইকেট এবং ক্রিজে স্মিথের সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি। ১৭তম ওভারে মাত্র তিন রান খরচ করে ধোনিকে ফেরান যশপ্রীত বুমরা। শেষ ওভারে ১১ রানের পুঁজি হাতে নিয়ে প্রথম বলেই চার রান হজম করেন মিচেল জনসন। পরের পাঁচ বলে পাঁচ রান খরচ করে স্মিথ ও মনোজ তিওয়ারিকে তুলে নেন। শেষ বলে রান আউট হন ওয়াশিংটন সুন্দর। শেষ ওভারের নায়ক জনসন বলেছেন, ‘‘নিশ্চিত করতে চেয়েছিলাম ওরা যেন লেগ সাইডে মারার বল না পায়। স্মিথকে অফে মারতে বাধ্য করেছিলাম যেখানে ওর দুর্বলতা আছে।’