SEND FEEDBACK

English
Bengali
English
Bengali

নিজের পুরনো ছাত্র পেন অর্জিকে ফেরাতে চান মর্গ্যান! নতুনভাবে।

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | জানুয়ারি ১২, ২০১৭
Share it on
অবাক কাণ্ড। নাইজেরীয় এই তারকা ফুটবলার কি ফের জুটি বাঁধতে চলেছেন প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যানের সঙ্গে?

ওয়েডসন আনস্লেম! হাইতিয়ান তারকা ফরোয়ার্ডই এবার ট্রেভর জেমস মর্গ্যানের প্রাণভ্রোমরা! ৩ বছর আগে লাল-হলুদ শিবিরে প্রথম ইনিংস খেলার সময় অস্ট্রেলিয়াবাসী ব্রিটিশ কোচের অস্ত্র ছিলেন পেন অর্জি। মর্গ্যানের দলের নিউক্লিয়াস হয়ে উঠেছিলেন তিনি। মর্গ্যান-ওরজি জুটি লাল-হলুদ তরীকে বহু যুদ্ধ জয় করিয়েছিল।

মর্গ্যানের এবারের দলে পেন অর্জির মতো ভূমিকা কী নিতে পারবেন ওয়েডসন? যদিও, প্রথম ম্যাচে আইজল এফসির বিরুদ্ধে উইথড্রয়াল স্ট্রাইকার ভূমিকায় খেলা ওয়েডসনকে দেখে সেরকম আহামরি লাগেনি ইস্টবেঙ্গল সমর্থকদের। বাংলাদেশের ফুটবল দল শেখ জামাল ধানমণ্ডীতে সনি নর্ডি ও ওয়েডসন জুটি রীতিমতো বিপক্ষের ত্রাস ছিলেন। আইএফএ শিল্ডে কলকাতাতেও মাতিয়ে দিয়ে গিয়েছেন দুই হাইতিয়ান তারকা।

পেনের সাফল্য কোচ মর্গ্যানকে এনে দিতে পারবেন ওয়েডসন?

তবে ওয়েডসনের প্রিয় বন্ধু সনি মোহনবাগানে পছন্দের উইং পজিশনে খেলার সুযোগ পেলেও তাঁকে সেই পজিশনে খেলানোর ভাবনা নেই মর্গ্যানের। প্রথম ম্যাচ দেখে যদিও ওয়েডসনের সমালোচনায় নারাজ ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলকিপার কোচ অতনু ভট্টাচার্য। মর্গ্যান শেষবার যখন ইস্টবেঙ্গলের কোচ ছিলেন সেই সময় গোলকিপার কোচ ছিলেন অতনুই। খুব কাছ থেকে দেখেছেন পেন অর্জির সাফল্য।

বৃহস্পতিবার এশিয়ান অলস্টার দলে জায়গা পাওয়া এই তারকা বঙ্গকিপার ফোনেই জানালেন, ‘এখনই মূল্যায়ণের সময় আসেনি। তবে যে ফুটবলার যে পজিশনে স্বচ্ছ্বন্দ তাঁকে সেই পজিশনেই খেলানো উচিত।’ এরপর তার সংযোজন, ‘মানিয়ে নিতে পারলে ভাল। তবে পরে যদি উইথড্রয়াল স্ট্রাইকারের ভূমিকায় ও মানাতে না পারে, তাহলে কোচকে প্ল্যান-বি নিয়ে ভাবতে হবে।’

অতনু ভট্টাচার্যের সুরেই কার্যত ওয়েডসনকে সময় দেওয়ার পক্ষপাতী গোলকিপার সন্দীপ নন্দী। মর্গ্যান জমানায় প্রথম দু’বছর ইস্টবেঙ্গলের কাস্টোডিয়ান বলছিলেন, ‘ধানমণ্ডীতে ওয়েডসন উইং দিয়ে খেলত। মর্গ্যানের নতুন স্ট্র্যাটেজিতে ও কতটা মানিয়ে নিতে পারে সেটা দেখার। তবে নতুন পজিশনে ওকে সময় দিতে হবে।’

নাইজেরীয় ছায়ার ছোঁয়াচ বাঁচিয়ে ওয়েডসন লাল-হলুদে কতটা প্রভাব বিস্তার করতে সমর্থ হন, সেটাই দেখার।

Penn Orji Wedson Anselme I league Sony Norde
Share it on
Community guidelines
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -