সাত নম্বরে নামলেন সর্দাররা
হকি ওয়ার্ল্ড লিগে ব্রোঞ্জ পেলেও খুব লাভ হল না ভারতীয় হকি দলের। শুক্রবার আন্তর্জাতিক হকি সংস্থা যে র্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে, তাতে সাত নম্বরে নেমে গিয়েছেন সর্দার সিংহরা। এক নম্বরে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
বাদ পড়লেন লোবো, সন্দেশ
চোটের জন্য জাতীয় দলের শিবির থেকে বাদ পড়লেন কেভিন লোবো এবং সন্দেশ ঝিংঘাম। কেরল ব্লাস্টার্স এফসি-র হয়ে আইএসএল খেলতে গিয়েই চোট পেয়েছিলেন এই দুই ফুটবলার।
কুস্তিতে দিল্লি-বধ পঞ্জাবের
প্রো কুস্তি লিগে পঞ্জাব রয়্যালস ৪-৩ হারিয়ে দিয়েছে দিল্লি বীর-কে। পঞ্জাবের জয়ে বড় ভূমিকা নেন প্রবীন রানা। এই নিয়ে টানা তিন ম্যাচ হারল দিল্লি বীর দল।
ইস্টবেঙ্গলে রেহনেস-কিমা
নর্থইস্ট ইউনাইটেড এফসি-র গোলকিপার রেহনেস টি পি-র সঙ্গে চুক্তি করল ইস্টবেঙ্গল। এছাড়া রয়্যাল ওয়াহিংদো থেকে লালচাওয়ান কিমা এলেন লাল-হলুদে।
শুক্রবার মুম্বইয়ে একটি সংস্থার অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না।-টুইটার
আন্তঃ স্কুল হকি শুরু আজ
শনিবার লেসলি ক্লডিয়াস আন্তঃ স্কুল হকি প্রতিযোগিতা শুরু হচ্ছে রাজ্য হকি সংস্থার মাঠে। লিগ কাম নক আউট ফর্ম্যাটের এই টুর্নামেন্টে মোট ১২টি স্কুল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বীর বাহাদুর ছেত্রী।
বয়সভিত্তিক ব্যাডমিন্টন
মধ্য কলকাতা ব্যাডমিন্টন সংস্থা পরিচালিত বয়সভিত্তিক ব্যাডমিন্টন ফাইনাল হবে শনিবার। অনূর্ধ্ব ৯ থেকে ১১ বছরের বালক এবং বালিকারা এই টুর্নামেন্টে খেলছে।
হোটেল ব্যবসায় রোনাল্ডো
পর্তুগাল, মাদ্রিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ‘সি আর সেভেন’ ব্র্যান্ড হোটেল খুলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভারতীয় মুদ্রায় ২৬৫ কোটি টাকা বিনিয়োগ করলেন তিনি।