বিরাট কোহলি কিংবা মহেন্দ্র সিংহ ধোনি নন, পাকিস্তানের সাংবাদিক জয়নাব আব্বাস এখন মজেছেন লোকেশ রাহুলের খেলায়। কর্ণাটকী ব্যাটসম্যানের খেলায় তিনি এতটাই মুগ্ধ যে সটান টুইট-ই করে দিয়েছেন তিনি। যা নিয়ে আবার একপ্রস্থ জল্পনা।
লোকেশ রাহুল সীমিত ওভারের ক্রিকেটে কার্যকরী নন, এমন ধারণা তিনি চলতি আইপিএল-এর প্রতিটি ম্যাচেই ভাঙছেন। সমালোচকদেরও বলতে বাধ্য করছেন লোকেশ রাহুল বিস্ফোরক ব্যাটিংটাও করতে পারেন।
ধারাবাহিক লোকেশ রাহুল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত খেললেন সোমবার। তাঁর ৫৪ বলে ৮৪ রানের ইনিংসই শেষ পর্যন্ত প্রীতি জিন্টার দলের জয়ের অনুঘটক হয়ে দাঁড়ায়।
লোকেশ রাহুলের (সামনে) ভক্ত এবার পাকিস্তানিরাও। — বিসিসিআই
লোকেশ রাহুলের এমন দুরন্ত ইনিংসে পাকিস্তানিরাও মুগ্ধ। পাকিস্তানের বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সঞ্চালক জয়নাব আব্বাসও নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি দক্ষিণী ব্যাটসম্যানের করিশ্মায়। তিনি শেষ পর্যন্ত টুইট করে বসেন, ‘‘লোকেশ রাহুলের চিত্তাকর্ষক, দুরন্ত টাইমিং দেখতে বেশ লাগে।’’
KL Rahul impressive,superb timing,great to watch.. #RRvKXIP
— zainab abbas (@ZAbbasOfficial) May 6, 2018
এমনিতেই পিএসএল ও আইপিএল নিয়ে দুই দেশের সমর্থকদের মধ্যে রেষারেষি রয়েছে। এর মধ্যেই পিএসএল-এর জনপ্রিয় সঞ্চালক স্বয়ং আইপিএল নিয়ে টুইট করে বসায়, ভারতীয় ক্রিকেট ভক্তরা একপ্রস্থ ট্রোল করে বসেন পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের।