এতদিন নেট বোলার হিসেবেই পরিচিত ছিলেন তিনি। সময় বদলেছে। বদলে গিয়েছে নব্য নাইট প্রসিধ কৃষ্ণার পৃথিবী। এখন তিনি কলকাতা নাইটরাইডার্স-এর ম্যাচ উইনার। সুনীল নারিন, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলদের পাশাপাশি প্রসিধও এখন তারকা। শুক্রবাসরীয় সন্ধের ইডেনে প্রসিধ তুরুপের তাস হতেই পারেন দীনেশ কার্তিকের।
অথচ প্রসিধের কেরিয়ারের পথ মোটেও ফুল বিছানো ছিল না। মাত্র ১৭ বছর বয়সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেট বোলার হিসেবে তিনি সুযোগ পেয়েছিলেন।
প্রসিধ কৃষ্ণা।
বিজয় হাজারে ও দেওধর ট্রফির পরেই কিংস ইলেভেন পঞ্জাবের কাছ থেকে ফোন পেয়েছিলেন প্রসিধ। কিংস ইলেভেন প্রসিধকে দেখতে চেয়েছিল। প্রীতি জিন্টার দল থেকে ফেরার পরেই ফোন পান নাইটরাইডার্স-এর কাছ থেকে। নেটে বল করার আমন্ত্রণ জানানো হয় প্রসিধ কৃষ্ণাকে। কয়েকটি প্র্যাকটিস ম্যাচও খেলার কথা বলা হয়েছিল তাঁকে।
কেকেআর-এর তরফে বলা হয়, কোনও কারণে কেউ যদি খেলতে না পারেন, তাহলে প্রসিধের জন্য দরজা খুলে যাবে। শেষ পর্যন্ত এবারের আইপিএল-এই কপাল খুলে যায় প্রসিধের। ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট খেলা কমলেশ নাগারকোটি চোট পান। কপাল খুলে যায় প্রসিধের। কার্যত ‘লটারি’ পাওয়ার মতো করেই কপাল খুলে যায় তাঁর।
মানসিক দিক থেকে নিজেকে তৈরি করেই রেখেছিলেন তিনি। বাকিটা সকলেরই জানা। মাঠে নেমেই নিজেকে প্রমাণ করেছেন প্রসিধ। আপাতত মরণ-বাঁচন ম্যাচের আগে এই নয়া তারকার দিকে তাকিয়ে নাইট সমর্থকরা।