আগে ছিলেন কলকাতা নাইট রাইডার্স-এর অধিনায়ক। এতদিন দিল্লি ডেয়ারডেভিলস-এর অধিনায়ক থাকলেও আজ বুধবার নেতৃত্বের আর্মব্যান্ড সরিয়ে রেখেছেন গৌতম গম্ভীর। কেকেআর এখন তাঁর পুরনো ঠিকানা। নাইট সমর্থকরাও কেকেআর জার্সিতে দেখতে পাচ্ছেন না গম্ভীরের ক্যারিশমা। তাঁকে ‘মিস’ করছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
শনিবার কেকেআর ও কিংস ইলেভেন পঞ্জাবের খেলায় জলসা মুভিজের ‘কেন্ট ক্রিকেট লাইভ’-এর কমেন্ট্রি আসনে ছিলেন প্রসেনজিৎ। সঙ্গী ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্তও। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ধারাভাষ্যকাররাও।
কমেন্ট্রি প্যানেলেই গম্ভীর প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন, ‘‘কেকেআর-এর বিরুদ্ধে গৌতম গম্ভীরকে খেলতে দেখলে আবেগপ্রবণ হয়ে যেতে হয়।’’ এছাড়াও ক্রিকেট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবসর নেওয়ার কথাও বলেন প্রসেনজিৎ।
কেন্ট ক্রিকেট লাইভে ঋতুপর্ণা ও প্রসেনজিৎ। নিজস্ব চিত্র
তিনি বলেন, ‘‘সৌরভ গঙ্গোপাধ্যায় ও গৌতম গম্ভীর কেকেআর দলের জন্য অনেক করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবসর নেওয়া সবার জন্যই চমকে যাওয়ার মতো বিষয় ছিল।’’
ঋতুপর্ণা সেনগুপ্তও বলেন, ‘‘আমি সবসময়েই উত্তেজিত থাকি ভিভো আইপিএল নিয়ে। আমি ক্রিকেট খুব ভালবাসি। স্টেডিয়ামে বন্ধুদের সঙ্গে খেলা দেখতে খুব ভাল লাগে আমার।’’