অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে ভারতের দাপট অব্যাহত। যে ফর্মে এখন ভারতীয়রা খেলছেন, সেই ফর্মের নিরিখে আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির দলকেই ফেভারিট হিসেবে ধরছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়।
আইসিসি-র ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘দ্য ওয়াল’ বলেছেন, ‘‘ভারত এই মুহূর্তে খুব ভাল খেলছে। বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভারত। আগামী কয়েক মাসে আমাদের পারফরম্যান্স সেরা উচ্চতায় পৌঁছবে।’’
স্যর ডনের দেশে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছে ভারতীয় দল। নিউ জিল্যান্ডেও ওয়ানডে সিরিজ পকেটস্থ করে ফেলেছে ভারত। এর পরেই অস্ট্রেলিয়া ভারত সফরে আসবে। হোম কন্ডিশনে ভারতকেই ফেভারিট ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে। ইংল্যান্ডের উইকেট কি ব্যাটসম্যান সহায়ক হবে? দ্রাবিড় বলেছেন, ‘‘ইংল্যান্ডের উইকেটে বাউন্স থাকবে না। উইকেট হবে ফ্ল্যাট। এবারের বিশ্বকাপে ভালই রান উঠবে।’’
১৯৯৯ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। বিলেতের পরিবেশে খেলার অভিজ্ঞতা থেকে রাহুল বলছেন, ‘‘১৯৯৯ বিশ্বকাপে সাদা ডিউক বলে খেলা হয়েছিল। এখন নতুন দুটো কোকাবুরা বলে খেলা হবে, ফিল্ডিং রেস্ট্রিকশনের নিয়ম বদলে গিয়েছে। ফলে ১৯৯৯ বিশ্বকাপের থেকে এবার অনেক বেশি রান উঠবে।’’
ভারত নিয়ে আশাবাদী দ্রাবিড়। বল এখন কোহলিদের কোর্টে।