ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিন জীবনের প্রথম টেস্ট শতরান করেন রবীন্দ্র জাদেজা। সেঞ্চুরির পরে তাঁর উদযাপন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সাংবাদিক বৈঠকে জাদেজা আবার ধরা দিলেন অন্য অবতারে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন বাঁ হাতি অলরাউন্ডার। জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরি তিনি উৎসর্গ করলেন তাঁর মাকে। জাদেজার মা এখন আর নেই। তিনি পৃথিবীর সব মায়া কাটিয়ে চলে গিয়েছেন তারার দেশে। অথচ তিনিই তো ছিলেন জাদেজার ক্রিকেটের অনুপ্রেরণা। মা সব সময়ে চাইতেন ছেলে দেশের হয়ে খেলুক। মায়ের স্বপ্ন সফল হয়েছে। কিন্তু তিনি তো দেখে যেতে পারলেন না ছেলের প্রথম শতরান।
জাদেজা বলেছেন, ‘‘আমি মাকে এই সেঞ্চুরি উৎসর্গ করছি। মা এখন আর নেই আমাদের সঙ্গে। তিনি চাইতেন আমি ভারতের হয়ে খেলি। এটা আমার জীবনের একটা বিশেষ মুহূর্ত।’’
সেই বিশেষ মুহূর্তে জাদেজার পাশে রয়েছেন অনেকেই। কিন্তু নেই তাঁর মা।
This one's for you mom - @imjadeja #INDvWI pic.twitter.com/cKhwUlJlhU
— BCCI (@BCCI) October 5, 2018