রিয়েল কাশ্মীরকে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে ছিটকে দিল ইস্টবেঙ্গল।
রিয়েল কাশ্মীর-ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে কত কালি খরচ হয়েছে সংবাদমাধ্যমে তার ইয়ত্তা নেই। কাশ্মীর অশান্ত, সেই কারণে ম্যাচ চলে যায় রাজধানীতে। সেখানে লাল-হলুদ জ্বলে উঠল। খেলার ১০ মিনিট পর্যন্ত দুটো দলই সমানে সমানে লড়াই করে। তার পরেই ম্যাচের দখল নিয়ে নেয় ইস্টবেঙ্গল।
লাল-হলুদ ব্রিগেড প্রথম গোলটি পায় ২০ মিনিটে। ডান প্রান্ত থেকে ড্যানমাইয়া সেন্টার করেন। তা থেকে হেডে গোল করেন এনরিকে। হেড করার সময়ে মেক্সিকান স্ট্রাইকার অরক্ষিত অবস্থায় দাঁড়িয়েছিলেন। হেডে গোল করতে সমস্যা হয়নি তাঁর। পিছিয়ে পড়ার পরে আরও বড় ধাক্কা খায় কাশ্মীর খেলার আধ ঘণ্টায়। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়েল কাশ্মীরের টেটেথ। ফলে আলেয়ান্দ্রো-ব্রিগেড নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ পেয়ে যায়।
৪৩ মিনিটে হাইমে স্যান্টোস ২-০ এগিয়ে দেন লাল-হলুদ ব্রিগেডকে। এনরিকের অ্যাসিস্ট থেকে ভলিতে গোল করেন হাইমে। এদিন ইস্টবেঙ্গলের খেলা দেখে সমর্থকরা আক্ষেপ শুরু করে দেন। আগের ম্যাচগুলোয় যদি এই খেলা দেখাতেন এনরিকেরা, তাহলে আজ এমন অবস্থায় পড়তে হত না ইস্টবেঙ্গল শিবিরকে। দ্বিতীয়ার্ধে রিয়েল কাশ্মীর ঝাঁপিয়ে পড়ে। ৬৭ মিনিটে ব্যবধান কমান কাশ্মীরের অ্যারন কাটেবে। খেলার একেবারে শেষ লগ্নে গোল করার মতো সুযোগও এসেছিল রিয়েল কাশ্মীরের কাছে। কিন্তু তা থেকে সমতা ফেরাতে পারেনি রিয়েল কাশ্মীর।
এই ম্যাচ জেতার ফলে চেন্নাইয়ের সঙ্গে ইস্টবেঙ্গলের পয়েন্টের পার্থক্য দাঁড়াল চার। দুটো ক্লাবই ১৮টি করে ম্যাচ খেলেছে। চেন্নাই-এর পরবর্তী খেলা শুক্রবার। প্রতিপক্ষ চেন্নাই। চার্চিলকে মাটি ধরাতে পারলেই এবারের আইলিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে আকবর নওয়াসের চেন্নাই সিটি এফসি।