দুর্দান্ত ক্যাচ ধরে প্রচারের আলোয় এসেছেন অনেকে। জন্টি রোডস একাধিক বার শরীর ছুড়ে দিয়ে দর্শনীয় সব ক্যাচ ধরেছেন। অস্ট্রেলিয়ায় ক্যাচ না ধরেই প্রচারে চলে এলেন রোহিত শর্মা।
অ্যাডিলেডে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। ব্যাট হাতে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন। ফিল্ডিং করার সময়ে ক্যাচ ধরার মরিয়া এক চেষ্টা করেন রোহিত শর্মা। ৪৬.২ ওভারে মহম্মদ সিরাজের বলে গ্লেন ম্যাক্সওয়েল কভারের উপর দিয়ে একটা শট খেলতে যান। কভারে ফিল্ডিং করছিলেন রোহিত। ক্যাচ ধরার জন্য ‘হিটম্যান’ নিজের সেরাটা দেন। কিন্তু ভাগ্য খারাপ থাকায় সেযাত্রায় রোহিত ক্যাচটাই ধরতে পারেননি। বল তাঁর হাতেও লেগেছিল। কিন্তু পুরোদস্তুর তালুবন্দি করতে পারেননি। রোহিত শর্মার এহেন প্রচেষ্টার প্রশংসা সবাই করেছেন।
মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মার প্রচেষ্টা দেখার পরে টুইট করে, ‘‘দুর্দান্ত প্রয়াস! কভারে রোহিত প্রায় যুবরাজের মতো ক্যাচ ধরার চেষ্টা করেছিল।’’ মুম্বই ইন্ডিয়ান্সের এমন টুইটের পরেই যুবরাজ সিংহ সেই টুইট রিটুইট করেন। পঞ্জাবতনয় লেখেন, “অলমোস্ট”।