পুলওয়ামা কাণ্ডের পরে পাকিস্তানের সঙ্গে কি ম্যাচ খেলা উচিত হবে? সচিন তেন্ডুলকরের দাবি ছিল দুই পয়েন্ট ছাড়া ঠিক হবে না। গোটা দেশের আবেগ, প্রত্যাশা যে আজও নিজের কাঁধে বইতে পারেন তিনি, তা আরও একবার প্রমাণ করলেন ‘মাস্টার ব্লাস্টার’।
নয়া দিল্লিতে অ্যাথলেটিক্স ফেডরেশন অফ ইন্ডিয়া আয়োজিত জাতীয় ম্যারাথনে হাজির হয়ে দেশবাসীর মন জয় করে নিলেন মুম্বইকর। এদিন নয়া দিল্লির এই ম্যারাথনে হাজির ছিলেন প্রায় ১৮ হাজার সাধারণ মানুষ। পতাকা নাড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সচিন নিজেই।
এর কিছুক্ষণ পরেই দেখা যায় অনুষ্ঠানের মূল মঞ্চে অন্যদের সঙ্গে ডন বৈঠক দিচ্ছেন সচিন। মোট দশটি পুশ আপ দেন তিনি। এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত মোট ১৫ লক্ষ টাকা ‘ভারত কে বীর’ নামক উদ্যোগ মারফত নিহত পরিবারদের জন্য তুলে দেন আয়োজকরা।
সচিন নিজে অনুষ্ঠানে উপস্থিত সকলকে অনুরোধ করে বলেন, ‘‘আপনারা সবাই এই উদ্যোগে মুক্ত হস্তে দান করুন। আপনার দেওয়া টাকা ভাল উদ্যোগে ব্যয় করা হবে। এই টাকা সরাসরি যাবে শহিদ পরিবারের কাছে।’’