চলতি আইপিএল মহেন্দ্র সিংহ ধোনিরই। তিনি রান করছেন, দাপিয়ে নেতৃত্ব দিচ্ছেন, একের পর এক ম্যাচ জিতেই চলেছেন। ধোনি চলতে শুরু করায় চেন্নাই সুপার কিংসও দৌড়চ্ছে। এই মুহূর্তে লিগ তালিকায় একনম্বরে রয়েছে সিএসকে।
এদিন বিরাট কোহলির আরসিবি-কে ছ’ উইকেটে হারায় ধোনির দল সিএসকে। ধোনি যে শহরেই খেলতে নামছেন, সেই শহর তাঁর প্রতি ভালবাসা উজাড় করে দিচ্ছে। ভারতের প্রাক্তন অধিনায়কের প্রতি ভালবাসা জানাচ্ছেন স্ত্রী সাক্ষী সিংহ ধোনিও। আইপিএল-এ ধোনির প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে সাক্ষীকে। ধোনি চার-ছক্কা হাঁকালেই সাক্ষীকে দেখা যায় করতালি দিতে।
ধোনি-পত্নী অভিনব উপায়ে ভালবাসা জানিয়েছেন স্বামীকে। সম্প্রতি ইনস্টাগ্রামে ধোনির একটি ছবি পোস্ট করেছেন সাক্ষী। সেখানে একাধিক ইমোজি দেখা যাচ্ছে। একটি ইমোজি স্মাইলির। অপরটিতে ভালবাসার ইমোজি পোস্ট করেছেন ধোনির ছবিতে।