সন্তোষ ট্রফির মূলপর্বের সূচি ঘোষণা করে দিল সর্বভারতীয় ফুটবল সংস্থা। দিল্লিতে সন্তোষ ট্রফির মূলপর্বের আয়োজনের কথা থাকলেও তা হচ্ছে না। পঞ্জাবের লুধিয়ানায় এপ্রিলের ৮ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত খেলা হবে সন্তোষের। প্রতিটি ম্যাচই খেলা হবে লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে।
প্রতিটি দলই ৩০ জনের নথিভুক্ত ফুটবলারদের মধ্যে ২০জনকে বাছাই করে নিতে হবে ১ এপ্রিলের মধ্যে। জাতীয় দলে কোনও ফুটবলার ডাক পেলে কিংবা চোট পাওয়ার ক্ষেত্রে বদলি ফুটবলার নিতে পারে মূলপর্বে খেলা রাজ্য দলগুলি।
বাঙালি কোচ সন্দীপ ঢোলের প্রশিক্ষণাধীন দিল্লি দলকে ‘এ’ গ্রুপে খেলতে হবে মেঘালয়, সার্ভিসেস, গোয়া এবং ওডিশার বিরুদ্ধে। মূলপর্বে ভাল ফল করার বিষয়ে আশাবাদী সন্দীপবাবু বলছিলেন, ‘‘দল ভাল ফর্মে রয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়তে চাই।’’