অস্ট্রেলিয়ান ওপেন জিততে চান সেরিনা উইলিয়ামস। তিনি এবার জিতলেই ২৩ টা গ্র্যান্ড স্লামের মালকিন হবেন। গতবারের ফাইনালে জার্মানির তারকা অ্যাঞ্জেলিক কেরবারের কাছে হেরে গিয়েছিলেন সেরিনা। গতবারের ব্যর্থতা এবার কাটিয়ে উঠতে মরিয়া সেরিনা। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের বল এখনও কোর্টে গড়ায়নি। তার আগেই সেরিনা শিরোনামে চলে এসেছেন। মার্কিন এই টেনিস তারকা একটি অন্তর্বাস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। স্পোর্টস ব্রা প্রমোট করার কাজে ব্যস্ত সেরিনা।
সেরিনার নাচ।
অস্ট্রেলিয়ান ওপেনে সেরিনা কী করবেন, তার জবাব দেবে সময়। তবে টুর্নামেন্ট শুরুর আগে বেশ খোলতাই মেজাজে ধরা দিয়েছেন সেরিনা। স্পোর্টস ব্রা প্রমোশনের কাজে গিয়ে সেরিনাকে অন্তর্বাস পরে নাচতে দেখা গিয়েছে। নাচের সঙ্গে গানও গেয়েছেন এই টেনিস তারকা। তাঁর তালে তাল দিয়েছেন মহিলারা। তাঁরাও অন্তর্বাস পরে নেচেছেন সেরিনার সঙ্গে।
গতবারের অস্ট্রেলিয়ান ওপেনে মারিয়া শারাপোভার অন্তর্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক বৈঠকে। যত কাণ্ড অস্ট্রেলিয়ায়। এ বারও অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই অন্তর্বাস পরে নাচতে দেখা গেল সেরিনাকে।
এই সেই ভিডিও—