SEND FEEDBACK

English
Bengali

অবিশ্বাস্য ‘উষ্ণ’ পোশাকে অন্যের বিয়েতে! নিজের বিয়েতে কী পরবেন টেনিস তারকা?

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | ডিসেম্বর ৩০, ২০১৬
Share it on
বেশ কিছু অনুষ্ঠানেই এমন পোশাক বিতর্কে জড়িয়েছেন এই টেনিস তারকা। ফলে, তাঁর এনগেজমেন্টের সাজ নিয়েও ফ্যানদের মধ্যে কৌতূহল রয়েছে।

টেনিস কোর্টে তাঁকেই রানি বলে ধরা হয়। কিন্তু টেনিস কোর্টের বাইরে বার বার পোশাক বিতর্কের জন্য শিরোনামে উঠে এসেছেন সেরেনা উইলিয়ামস।

সামনেই সেরেনার এনগেজমেন্ট। কিন্তু এই সেরেনাই ২০১৪ সালের জুন মাসে বিকিনির ধাঁচের পোশাক পরে এক বিয়ের বাসরে হাজির হয়েছিলেন। এতটাই উষ্ণ পোশাকে ছিলেন এই টেনিস তারকা যে, তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়।

এমন পোশাকেই বিয়ের অনুষ্ঠানে হাজির হন সেরেনা।

সেই সময়ে মায়ামিতে সমুদ্রের পাড়ে ছুটি কাটাচ্ছিলেন টেনিস তারকা, হঠাৎ করেই পাশের একটি বিয়ের অনুষ্ঠানে ঢুকে যান সেরেনা। সেরেনাকে দেখে অনেকেই তার সঙ্গে ছবিও তুলেছিলেন। সেরেনাও পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তবে একবার নয়, বেশ কয়েকটি অনুষ্ঠানেই সেরেনার পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছেন। ফলে সেরেনার ফ্যানদের প্রশ্ন, নিজের এনগেজমেন্টের সাজেও কি কোনও বড় চমক দেবেন সেরেনা? সেরেনার অতীত সাজ দেখলে সেই প্রশ্ন ওঠেই— 

Serena Williams Tennis
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -