পর্দায় অনুষ্কা শর্মার স্ত্রী হয়েছেন একাধিক বার। এবার অনুষ্কা শর্মার বাস্তবের ‘স্বামী’র ভূমিকাতেও অভিনয় করতে চান তিনি। শাহরুখ খান আসলে বিরাট কোহলির ভূমিকায় অভিনয় করতে চান। জাতীয় স্তরের এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়, তিনি কোন ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করতে চান। শাহরুখ জানান বিরাটের নাম। যার পরে অনুষ্কা আবার মজা করে বলেন, ‘‘তোমাকে এর জন্য দাড়ি রাখতে হবে।’’
কিং খান রসিকতার সুরে জবাব দেন, ‘‘হ্যারি মেট সজল সিনেমায় দাড়ি রেখেছিলাম। আমাকে বিরাট কোহলির মতোই লাগছিল।’’ পর্দার অনুষ্কা শর্মা কে হবেন, তাও জানিয়ে দিয়েছেন বাজিগর! তাঁর পছন্দ ক্যাটরিনা কাইফ।
বক্সিং ডে টেস্টের আগেই বিরাট আবার শাহরুখ-অনুষ্কার ‘জিরো’ সিনেমা দেখে এসেছেন। সিনেমা দেখে বিরাট জানিয়ে দিয়েছেন, ভালই লেগেছে তাঁর স্ত্রীর সিনেমা। এই মুহূর্তে বিরাট ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়ায় গিয়েও ব্যাটে আগুন ঝরাচ্ছেন।