আগের রাতেই তিনি ছিলেন সোনম কপূরের বিয়েতে। বুধবার তিনিই হাজির হতে চলেছেন ইডেন গার্ডেন্সে। আর তিনি ইডেন গার্ডেন্সে পা রাখা মানেই এনার্জির ফল্গুধারা। তাঁকে দেখতেই তো হাজির থাকেন লাখো লাখো দর্শক। বুধরাতেও শাহরুখকে সামনে থেকে দেখতে পাবেন ইডেনের দর্শকরা।
বুধবার মহা গুরুত্বপূর্ণ ম্যাচ কেকেআর-এর। মুম্বই ইন্ডিয়ান্স-এর সামনে কলকাতা নাইটরাইডার্স। শাহরুখ যে আসবেন তা আগেভাগেই সোশ্যাল সাইটে জানিয়ে দিয়েছেন ‘কিং খান’। টুইটারে শাহরুখ লিখেছেন, ‘‘কলকাতা সি ইউ অ্যাট ইডেন। লেট টুডেজ চিয়ার বি দ্যা লাউডেস্ট ফর কেকেআর।’’
এর আগেও ২৫ বৈশাখের দিন ইডেনে পা রেখেছিলেন শাহরুখ। অতীতে রবীন্দ্রজয়ন্তীর দিনে কিং খান আওড়েছিলেন ‘চিত্ত যেথা ভয়শূন্য’। দেখতে দেখতে এসে গিয়েছে আবারও একটা ২৫ বৈশাখ। আবারও তিনি হাজির ইডেনে। আর এসআরকে হাজির থাকা মানেই তো গ্যালারি তাঁর দখলে। একদা নিজেকে দলের ‘দ্বাদশ ব্যক্তি’ বলে দাবি করেছিলেন নাইটদের মালিক। আজও তিনি থাকা মানেই বাড়তি আবেগ আর উৎসাহের ককটেল তৈরি হবে গ্যালারিতে। তিনি যে কেবল সেলুলয়েডের নন, ভারতীয় জনমানসের অবিসংবাদী বাহশাহ।
সোশ্যাল মিডিয়ার দৌলতে সবাই আগেই জেনে ফেলেছিলেন, সোনম কপূর ও আনন্দ আহুজার ভালবাসার গল্প। গণমাধ্যমের সামনে বর-কনে কেউই টুঁ শব্দটি করেননি। মঙ্গলবার গাঁটছড়া বাঁধলেন সোনম ও আনন্দ। সেই অনুষ্ঠানেই হাজির ছিলেন শাহরুখ। সোনমের বিয়ে কাটিয়ে বুধবার ইডেনে ফিরছেন কিং খান।