পুলওয়ামা কাণ্ডের পরে যুদ্ধংদেহী মেজাজে থাকা গৌতম গম্ভীরকে বিঁধেছিলেন আগেই। এবার নিজের স্বরূপ চিনিয়ে দিলেন শাহিদ আফ্রিদি। সরাসরি প্রধানমন্ত্রী ইমরান খানের সুরে সুর মিলিয়ে ভারতকে ‘হুমকি’ও দিয়ে ফেললেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার।
২৪ ঘণ্টা আগেই ইমরান খান জানিয়ে দিয়েছিলেন, ভারতের মাটি থেকে রণংদেহী বার্তা তাঁর কানে পৌঁছেছে। ভারত আক্রমণ করলে পাকিস্তান প্রত্যাঘাত করতে প্রস্তুত। পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে বলে ভারত যে দাবি করছে, তারও প্রমাণও চেয়েছেন তিনি।
ইমরান খানের সেই বক্তব্যই পাকিস্তান সরকার নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে সেই ভিডিও-বার্তা প্রকাশ করেছিল। প্রধানমন্ত্রীর সেই ভিডিওই এ বার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন আফ্রিদি। শুধু তাই নয়, ক্যাপশনে লিখে দিয়েছেন, ‘অ্যাবসোলিউটলি ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার’। এর অর্থ, ইমরান খানের প্রত্যাঘাতের বার্তার সঙ্গে তিনি সহমত। ক্যাপশন থেকে আফ্রিদির শ্লেষাত্মক ভঙ্গিও স্পষ্ট।
Absolutely crystal&Clear🇵🇰 https://t.co/AUc79pHvfO
— Shahid Afridi (@SAfridiOfficial) February 19, 2019
আফ্রিদি-র এমন পোস্টের পরেই ভারতীয় ক্রিকেট সমর্থকরা সমালোচনায় বিদ্ধ করেছেন তারকাকে। বলে দিয়েছেন, অনেক পাকিস্তানিই ভারতীয় জওয়ানদের হত্যার খবরে সহমর্মিতা প্রকাশ করেছিলেন। আফ্রিদি উলটে বিতর্ক বাড়িয়ে দিলেন।