পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া, মোহালি স্টেডিয়ামের মতো ইডেন গার্ডেন্স থেকে ইমরান খান-সহ পাক তারকাদের ছবি হয় সরিয়ে ফেলা হয়েছে না হয় ঢেকে দেওয়া হয়েছে। সেই তালিকায় কেন নাম লেখায়নি ইডেন গার্ডেন্স? এমনই দাবিতে শহরের বুকে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি সমর্থকরা।
এই বিষয়ে অন্যান্য খবর
পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে দেওয়ার দাবি নিয়ে বিজেপি সমর্থকরা শনিবার ইডেনের দিকে মিছিল করে এগোতে থাকেন। তবে কিছু দূর যাওয়ার পরেই আটকে দেয় পুলিশ। দু’ পক্ষে কিছুটা ধস্তাধস্তিও হয়। বেশ কয়েক জন বিজেপি সমর্থককে গ্রেফতারও করে পুলিশ। এমন ঘটনা কানে যাওয়ার পরেই সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়ে দেন, ‘‘খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে। তার পরে জানিয়ে দেব আমরা।’’
পুলওয়ামা কাণ্ডের পরে বেশ আক্রমণাত্মক মেজাজে রয়েছেন মহারাজ। তিনি জাতীয় এক টিভি চ্যানেলকে বলেছিলেন, ‘‘১০ দলের টুর্নামেন্ট বিশ্বকাপ। যেখানে প্রতিটি দলই একে অন্যের বিরুদ্ধে খেলবে। আমার মনে হয়, পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ খেলা উচিত হবে না। এটা কোনও ইস্যুই নয়।’’ পাশাপাশি জানিয়েছিলেন, ‘‘গোটা দেশ যে ভাবে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সেটা একদম ঠিক। এমন ঘটনার পরে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক কোনও সিরিজ হওয়ার সম্ভবনাও নেই। এমন আক্রমণের পরে শুধুমাত্র ক্রিকেট, হকি কিংবা ফুটবল খেলা বন্ধ নয়, সমস্ত ধরনের সম্পর্ক চ্ছিন্ন করতে হবে।’’
দেখুন ভিডিও...
সৌরভকে আবার এই কারণেই কটাক্ষ করে মিয়াঁদাদ বলেছেন, ‘‘আমার মনে হয়, আসন্ন দিনে সৌরভ নির্বাচনে লড়তে চায়। অথবা মুখ্যমন্ত্রী হতে চায়। তাই এভাবে দেশের লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।’’