SEND FEEDBACK

English
Bengali

ফের সৌরভ বনাম শাস্ত্রী সংঘাত। শাস্ত্রী চূড়ান্ত অপমান করলেন দাদাকে!

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | জানুয়ারি ৯, ২০১৭
Share it on
তলে তলে সম্পর্কে তিক্ততা এসেছিলই। তবে সেখানে যে এত চোরাবালি এসে জমেছে তা কে জানত! এবার সবটাই প্রকাশ্যে এসে গেল।

মহেন্দ্র সিংহ ধোনি রয়েছেন। বিরাট কোহলিও স্বচ্ছন্দে বিরাজমান। তারপর ধরুন অজিত ওয়াডেকর, টাইগার পতৌদি, কপিল দেবদের মত তারারাও রয়েছেন ভারতীয় অধিনায়কত্বের নাক্ষত্রিক তালিকায়। তবে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি স্রেফ উবে গিয়েছেন রবি শাস্ত্রীর বাছাই করা সেরা ক্রিকেট নেতাদের লিস্ট থেকে।

একটি আন্তর্জাতিক ক্রীড়া ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি রবি শাস্ত্রী ভারতের সেরা ক্যাপ্টেনদের প্রসঙ্গে বলতে গিয়ে ধোনিকে ‘দাদা-ক্যাপ্টেন’ বলে সম্বোধন করেছেন। বলেছেন, ‘দলের দাদা-ক্যাপ্টেনকে সালাম! ও সঠিক সময়েই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাটকে প্রস্তুতির জন্য সময় দিতে রাজি হয়েছে।’ ‘দাদা-ক্যাপ্টেন’ কে তা খোলসা করে জানাতে গিয়ে বলে দেন, ‘এমএসের নতুন করে আর কিছু জেতার নেই। ওর প্রমাণ করারও কিছু নেই।’ এর পরেই সংশ্লিষ্ট সাংবাদিককে ভারতের সেরা অধিনায়কদের তালিকা দিয়ে বলেন শাস্ত্রী, ‘ধোনির আগেই সেরা ক্যাপ্টেনদের মধ্যে থাকছেন কপিল পাজি। যার হাত ধরেই ভারতের প্রথম বিশ্বকাপ জয় ১৯৮৬-তে। ইংল্যান্ডে ১৯৮৬তে সিরিজ জেতার পিছনেও কপিল পাজির অবদান অনেক।’

এরপরে শাস্ত্রীর তালিকায় উঠে আসে ওয়াডেকর জমানা। বলেন, ‘কপিল-যুগের আগে আমাদের জেতার ট্র্যাডিশন শুরু হয় ওয়াডেকরের নেতৃত্বে। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডে ১৯৭১-এ পর পর সিরিজ জিতেছিলাম আমরা। তার আগে টাইগারের (পতৌদি) ফ্ল্যামবয়েন্সেও উপকৃত হয়েছিল ভারতীয় ক্রিকেট। এর বাদে আর কেউ নেই।’

গত বছর কোচ নির্বাচনের সময় নির্বাচনী প্যানেলে থাকা সৌরভ সরাসরি শাস্ত্রীকে কোচ বাছতে অস্বীকার করেছিলেন। তারপর থেকেই দুজনের সম্পর্ক সাপে-নেউলে। পরে ৫০০তম টেস্টে কানপুরে দু’জনে একই মঞ্চ ভাগ করে নিলেও, এদিন শাস্ত্রী বুঝিয়ে দিলেন, সম্পর্কে খাঁজ রয়েই গিয়েছে। তার কাছে ‘দাদা’ বলতে একজনই। তিনি মহেন্দ্র সিংহ ধোনি।

MS Dhoni Sourav Ganguly Ravi Shastri Team India Kapil Dev
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -