দু’বছর হয়ে গেল। তিনি নেই! ময়দানি ফুটবলে কার্যত গল্পগাথার অন্যতম অংশ ছিলেন তিনি। তবে দেখতে দেখতে দু’বছর পেরিয়ে গেল ইস্টবেঙ্গলের কিংবদন্তি সন্তোষ চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর! দুরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সন্তোষবাবু।
৩ মার্চ চাকদিঘী গ্রামে ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ফুটবলার সন্তোষ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হল। গ্রামেরই সুখপুর ময়দানে স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি মেহমুদ খান, পঞ্চায়েত প্রধান গৌর মণ্ডল এবং বিডিও সুব্রত মালিক।
ইস্টবেঙ্গলের একসময়ের কিংবদন্তি ফুটবলারের স্মরণসভায় হাজির হয়েছিলেন সুকুমার সমাজপতি, বিক্রমজিৎ দেবনাথ, শ্যামল ঘোষ, অনিরুদ্ধ কোলে, সমীর দাস, সুবীর সরকার, অনিতা সরকারের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দেখুন ভিডিও...
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিখ্যাত গায়ক শ্যামল মিত্রের পুত্র সৈকত মিত্র। তাঁর গানের মধ্যে দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি হয়।