SEND FEEDBACK

English
Bengali

আইপিএল-এ ছন্দে নেই ধোনি। এর মধ্যেই পেলেন স্বস্তি

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | এপ্রিল ২০, ২০১৭
Share it on
মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট আগের মতো চলছে না। মালিকের গঞ্জনা শুনতে হচ্ছে নিয়ম করে। এর মধ্যেই স্বস্তি পেলেন ভারতের সফলতম অধিনায়ক।

চলতি আইপিএল-এ মোটেও ভাল ছন্দে নেই মহেন্দ্র সিংহ ধোনি। আগের ছন্দে ধরা দিচ্ছেন না ভারতের সফলতম অধিনায়ক। ধোনি যে দলের হয়ে খেলছেন, সেই রাইজিং পুণে সুপারজায়ান্ট-এর কর্তার ভাই ছেড়ে কথা বলছেন না ‘রাঁচির রাজপুত্র’কে। সুযোগ পেলেই টুইট করে বিদ্ধ করছেন ধোনিকে। ধোনি নিজে অবশ্য একটি শব্দও খরচ করছেন না।

আইপিএল-এ নিজের ফর্ম নিয়ে চিন্তিত রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক৷ এ কথা বলাই বাহুল্য। তবে ফর্ম নিয়ে চিন্তার মাঝে তাঁকে স্বস্তি দিল সুপ্রিম কোর্টের রায়৷ ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে ধোনির বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছিল। তা থেকে দেশের সফলতম অধিনায়ককে অব্যাহতি দিল দেশের সর্বোচ্চ আদালত৷

২০১৩ সালের এপ্রিলে একটি বিজনেস ম্যাগাজিনে ধোনির ছবি কভার পেজে ছাপানো হয়েছিল। সেখানে ধোনি ধরা দিয়েছিলেন বিষ্ণু অবতারে। ছবিটির ক্যাপশন ছিল ‘গড অব বিগ ডিল৷’

এই ঘটনায় অন্ধ্রপ্রদেশের অনন্তপুরের একটি আদালত ধোনির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। সেই সময়ে ধোনির আইনজীবী সুব্রহ্মনিয়া প্রসাদ সুপ্রিম কোর্টকে বলেছিলেন, ‘ধোনি কখনওই এমন একটি ছবির অনুমতি দেননি। পত্রিকার সম্পাদক নিজেদের মতো করে ছবি ছাপিয়েছেন। এর জন্য ধোনিকে দোষ দেওয়া যায় না।’ এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্র এদিন রায় দেন, ‘এই ছবির মাধ্যমে বোঝা যাচ্ছে না যে ধোনি ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন৷ তাই তাঁর বিরুদ্ধে মামলার কোনও প্রশ্নই ওঠে না৷’

MS Dhoni Supreme Court IPL IPL 10 IPL 2017
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -