ক্রিকেটের ইতিহাস সাক্ষী রইল এক চূড়ান্ত লজ্জাজনক ঘটনার। মহিলাদের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের এর মধ্যে এক গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন মাঠে ছিল না থার্ড আম্পায়ার। যার ফলস্বরূপ রান আউট হয়েও পার পেয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান চিদিয়ান নেসন। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে ওয়াকিবহাল মহল।
জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের ব্যাটসম্যান নেসন একটি বল খেলার পরই রান নিতে ছোটেন। কিন্তু উল্টো দিকে পৌঁছনোর কিছুটা আগেই ফিল্ডারের ছোড়া বল ধরে উইকেট ভেঙে দেন অজি উইকেটরক্ষক। মাঠে উপস্থিত আম্পায়ারের কাছে আউটের আবেদন করেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। তবে সেই আবেদন নাকচ করে নেসনকে নটআউট ঘোষণা করেন আম্পায়ার। এতে স্বাভাবিকভাবেই অবাক হয়ে যান অজি ক্রিকেটাররা।
মাঠে উপস্থিত ছিলেন না কোনও থার্ড-আম্পায়ার। ফলত বেঁচে যান নেসন। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দিলে ২ রানেই ফিরতে হত নেসনকে। কিন্তু ‘জীবন’ ফিরে পেয়ে ৩৯ রান করেন তিনি। বলা বাহুল্য, এই রান ওয়েস্ট ইন্ডিজকে সম্মানজনক জায়গায় পৌঁছতে সাহায্য করে।
ঘটনার পরেই ওয়াকিবহাল মহল প্রশ্ন তুলেছে, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ থার্ড আম্পায়ারবিহীন অবস্থায় খোলানো হবে কেন। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ছোটখাটো ভুল সিদ্ধান্তই বড় আকার নিতে পারে। যেহেতু এই ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছে, তাই ঘটনাটি বড় কোনও আকার নেয়নি। কিন্তু ফলাফল উল্টো হলেই বিষয়টি অন্যরকম হতে পারত। রান আউট নিয়ে অজি সমর্থকরা প্রতিবাদ জানিয়েছেন টুইটারে। তাঁদের বক্তব্য, একটা আউটও যেখানে ম্যাচের রং বদলে দিতে পারে, সেখানে এই ঘটনা কখনই কাম্য নয়।