বৃষ্টিতে ভেস্তে গেল বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিনও। সোমবার সকাল থেকেই ফের বৃষ্টি শুরু হয় বেঙ্গালুরুতে। পরে সেই বৃষ্টি আর থামেনি।
ঘটনা হল, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ঠিক যা চাইছে, তা-ই ঘটছে। টেস্টের যা অবস্থা তাতে কোহলির দল যে চেপে বসেছে, তাতে সন্দেহ নেই। এই অবস্থায় বরুণ দেবের করুণা দক্ষিণ আফ্রিকার কাছে আশীর্বাদের সামিল।
এ ক্ষেত্রে একটি সমাপতনও রয়েছে। দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে তীব্র জলকষ্ট দেখা দিয়েছে। ১৯৯২ সালের পরে এমন সঙ্কট আর হয়নি। ন’টি প্রদেশে খরা ঘোষণা করা হয়েছে। জল ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার।
এ বি ডেভিলিয়ার্সদের দেশে এখনও মেঘ দেখা যায়নি। কিন্তু বেঙ্গালুরুর বৃষ্টি নিঃসন্দেহে ডেভিলিয়ার্সদের স্বস্তি এনে দিয়েছে। তবে এই স্যাঁতসেতে আবহাওয়া প্রোটিয়াদের সুবিধেও এনে দিতে পারত। মর্নি মর্কেল, কাইল অ্যাবট এবং কাগিসো রাবাদা-রা সুইংয়ের সাহায্য পেতেন। তবে শেষের দু’জনই আবার প্রথম পছন্দ নন। ডেল স্টেইন এবং ভার্নন ফিল্যান্ডারের চোট তাঁদের প্রথম একাদশে সুযোগ করে দিয়েছে।
সব মিলিয়ে, কোহলিরা এই মুহূর্তে খুব ভাল জায়গায় ছিলেন। কিন্তু বৃষ্টিই আপাতত তাঁদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িুয়েছে বেঙ্গালুরুতে।