SEND FEEDBACK

English
Bengali

জন্মদিনের আসল উপহার যাঁর কাছ থেকে পেলেন ঋদ্ধিমান। কী উপহার পেলেন তিনি?

নিজস্ব প্রতিবেদন | অক্টোবর ২৪, ২০১৬
Share it on
ঋদ্ধিমান সাহার জন্মদিন। শুভেচ্ছাবার্তায় ভেসে যান তিনি।

বীরেন্দ্র সহবাগ মজাদার সব টুইট করেন। টুইটে বীরু ছেড়ে কথা বলেন না শোয়েব আখতার-সচিন তেন্ডুলকরকে। সাফল্য দেখলে সবার প্রথমে টুইট করেন ‘নজফগড়ের বাদশা’। রিও অলিম্পিক্স থেকে পদক জিতে ফেরা পিভি সিন্ধু, সাক্ষী মালিককে অভিনন্দন জানিয়েছিলেন সহবাগ। এবার সহবাগ অভিনব টুইট করলেন বাংলার ছেলে ঋদ্ধিমান সাহাকে। ঋদ্ধি টেস্ট দলে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে বেশ ভালই পারফরম্যান্স করেছেন তিনি। এদিন ঋদ্ধির জন্মদিন। আর জাতীয় দলের উইকেটকিপারের জন্মদিনে সহবাগ অভিনব উপায়ে শুভেচ্ছা জানালেন। কী বললেন ভারতের প্রাক্তন এই ওপেনার? টুইটের মাধ্যমেই জানান, টেস্টে তিনিই একেবারে ঠিকঠাক চয়েস। খৃদ্ধিমানকে বুদ্ধিমান বলেও উল্লেখ করেছেন বীরু। 

 

টেস্টে তিনি ঠিকঠাক চয়েস হলেও ঋদ্ধির পছন্দ কিন্তু টি টোয়োন্টি ফরম্যাট। ঋদ্ধি একসময়ে বলেছিলেন, ‘আমার কিন্তু ক্ষুদ্র সংস্করণই ভাল লাগে। টি টোয়েন্টি ফরম্যাট আমার কাছে বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয়। কারণ টি টোয়েন্টি ক্রিকেটে এক বা দু’ ওভারে ম্যাচের গতিপ্রকৃতি পুরো বদলে যায়। সেই কারণে টি টোয়েন্টি আমার বেশি পছন্দ। তাই বলে যে টেস্ট ক্রিকেট আমার ভাল লাগে না, তা নয়। টেস্ট মানেই তো সবকিছুর পরীক্ষা। মানসিকতা, স্কিল, ধৈর্য — সবের পরীক্ষা দিতে হয় টেস্ট ক্রিকেটে।’ 

Virender Sehwag Wriddhiman Saha
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -