বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সম্পর্কটা ঠিক কোন জায়গায়? তাঁদের সম্পর্কের কথা বোধহয় ঈশ্বরও জানেন না। কোহলি আর অনুষ্কা নিজেদের সম্পর্ক নিয়ে একটি শব্দও খরচ করেন না। তাই আপাতদৃষ্টিতে দু’ জনের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করা উচিতও হবে না। কোহলি ও অনুষ্কার ভক্তকূলের ধারণা দুই তারকার সম্পর্ক এখন জোড়া লেগে গিয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন কোহলি ও অনুষ্কাকে একসঙ্গে দেখা গিয়েছিল। একটি ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জেতার পরে অনুষ্কা ও কোহলিকে একটি রেস্তোরাঁয় ডিনার সারতে দেখা গিয়েছিল। সেই রেস্তোরাঁর শেফের সঙ্গেও ছবি তোলেন বিরাট ও অনুষ্কা। সেই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।
এখন আইপিএল শেষ। সামনে জিম্বাবোয়ে সফরে যাবে ভারতীয় দল। বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে জিম্বাবোয়ে সফরে। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন বিরাট কোহলি। কোহলি যেমন ব্যস্ত হয়ে পড়বেন, তেমনি অনুষ্কাও কাজে ডুবে যাবেন। ‘সুলতান’-এর শ্যুটিংয়ের জন্য বুদাপেস্ট যেতে হবে অনুষ্কাকে। কাজে নেমে পড়ার আগে দু’ জনেই ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন বলে মনে করছেন তাঁদের ভক্তরা। বান্দ্রার একটি রেস্তোরাঁয় আবারও একসঙ্গে দেখা গিয়েছে কোহলি ও অনুষ্কাকে।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালে গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন অনুষ্কা শর্মা। বিরাট কোহলি সেই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন। বিরাটের ব্যর্থতার জন্য দায়ী করা হয় অনুষ্কাকে। তার পর থেকেই অনুষ্কাকে আর গ্যালারিতে দেখা যায় না। গ্যালারিতে দেখা না-গেলেও অনুষ্কা ও কোহলি একসঙ্গে নৈশভোজ সারেন। নিজেদের সম্পর্ক নিয়ে মৌন থাকেন। মৌনতা অনেক কিছু প্রমাণ করে।