SEND FEEDBACK

English
Bengali

বড় ধাক্কা ভারতের! দুঃসংবাদ! চোট পেলেন কোহলি। কীভাবে, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | মার্চ ১৬, ২০১৭
Share it on
ব্যাট হাতে মাঠে নামার আগেই বড়সড় বিপর্যয়ের মুখে ভারত। চোট পেয়ে মাঠের বাইরে কোহলি।

চোট পেয়ে মাঠের বাইরেই বেরিয়ে গেলেন বিরাট কোহলি। দ্বিতীয় সেশনের মাঝামাঝি জাদেজার বলে পিটার হ্যান্ডসকম্বের শট তাড়া করতে গিয়ে কাঁধে চোট পেয়ে বসেন বিরাট কোহলি। রাঁচির আউটফিল্ড এতটাই দ্রুত যে, বল তাড়া করেও বাউন্ডারি বাঁচাতে পারেননি কোহলি। তবে ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত বল চেজ করে। ‘হাল ছেড়ো না বন্ধু’— এমনই রিংটোনই দলীয় সংহতির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে সেট করতে চেয়েছিলেন তিনি। তবে এর ফলাফল মোটেও ভাল হল না। নিজে বল তাড়া করতে গিয়ে ল্যান্ডিংয়ের সামান্য ভুলে ডান কাঁধে বেশি চাপ দিয়ে ফেলেন। চোট যে যথেষ্ট গুরুতর, সঙ্গে সঙ্গেই বোঝা গিয়েছিল। তিনি হাতে জোর দিয়ে দাঁড়াতেও পারছিলেন না। ড্রেসিংরুম থেকে ছুটে আসেন ফিজিও। কাঁধে আইস প্যাক ঘষতে ঘষতেই ড্রেসিংরুমের পথে হাঁটা লাগান কোহলি। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন রাহানে। পরে ক্যামেরায় দেখা যায়, ড্রেসিংরুমে তাঁকে নেট সেশন করতে। হয়তো নিজে শারীরিকভাবে স্বাচ্ছ্বন্দ্যবোধ করছেন কী না, তা দেখে নিতে চাইছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের জবাবে ব্যাট হাতে মাঠে নামতে হবে ভারতকে। কোহলি না খেলতে পারলে, সেটা বড়সড় ধাক্কা হতে চলেছে। টিম ইন্ডিয়া তাদের প্রধান তারকার অনুপস্থিতি কীভাবে সামলায়, সেটাই আপাতত দেখার।

Virat Kohli India Vs Australia Ranchi Test
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -