বিরাট কোহলির তো এখন বার্মিংহামে থাকার কথা! করাচিতে কী করছেন ভারত অধিনায়ক? বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। সাকিব আল হাসানদের হারানোর পরিকল্পনা করছে ভারতীয় দল। এর মধ্যেই নেট-দুনিয়ায় প্রবল আলোড়ন। পাকিস্তানে পাওয়া গিয়েছে বিরাট কোহলিকে! একটি পিৎজার দোকানে কাজ করছেন তিনি! এ পর্যন্ত পড়ার পরে অনেকেই বিস্মিত হতে পারেন।
ভরা চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে কোহলির পক্ষে দল ছেড়ে যাওয়াই সম্ভব নয়, সেখানে পাকিস্তান তো বহু দূর! ঘটনা হল, কোহলির মতোই দেখতে একজনকে পাওয়া গিয়েছে করাচিতে। তিনি করাচির একটি পিৎজার দোকানে কাজ করেন। মুস্তাফা সোহেল নামে এক ব্যক্তি সেই পিৎজার দোকানে গিয়ে হঠাৎই কোহলির মতো দেখতে এই যুবককে দেখে অবাক হয়ে যান।
হতচকিত মুস্তাফা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকেন সেই যুবকটির দিকে। তার পরে সম্বিত ফিরে পান মুস্তাফা। বুঝতে পারেন, এই যুবক মোটেও ভারত অধিনায়ক কোহলি নন, দেখতে অবিকল কোহলির মতোই। মুস্তাফা কালবিলম্ব না করে সেই যুবকের ছবি তুলে নেন। তাঁর ভিডিও করেন। সেই ভিডিও এবং ছবি পোস্ট করা হয় ‘জাস্ট পাকিস্তানি থিঙ্গস’ নামে ফেসবুক পেজে। সেই ছবি এবং ভিডিও পোস্ট করার পরেই তা ভাইরাল হয়ে গিয়েছে। যদিও পিৎজার দোকানের সেই কর্মচারী হয়তো জানেনও না তিনি ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গিয়েছেন।
ভিডিও— ‘জাস্ট পাকিস্তানি থিঙ্গস’-এর ফেসবুক পেজ থেকে নেওয়া