জয় দিয়ে নিউ জিল্যান্ড সফর শুরু করেছে বিরাট কোহলির ভারতীয় দল। নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচের পরেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, কোহলিকে বিশ্রাম দেওয়া হবে।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টেস্ট ও ওয়ানডে সিরিজে জিতেছে ভারতীয় দল। নিউ জিল্যান্ডে আসার আগে থেকেই কিউয়ি প্রাক্তন তারকারা ভারতের অস্ট্রেলিয়া জয়কে খুব একটা গুরুত্ব দিতে চাইছিলেন না। নেপিয়ারে টিম ইন্ডিয়া দেখিয়ে দিয়েছে তাদের ক্ষমতা।
জেতার পরে ভারতীয় দল সপ্তম স্বর্গে বিচরণ করছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরে ধোনি ও কোহলি ধরা দেন অন্য অবতারে। ধোনিকে দেখা যায় প্রথমে সেগবে-তে উঠে ব্যালান্স করতে করতে মজা করছেন। ধোনির পরেই সেগবে-তে ওঠেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথমটায় তিনি ব্যালান্স রাখতে পারছিলেন না। পরে যখন ভারসাম্য পান, তখন কোহলিকে নাচতে দেখা গিয়েছে।
ধোনি ও কোহলির এই ভিডিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পোস্ট করেছে। এবং সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Post-game shenanigans courtesy @msdhoni & @imVkohli
— BCCI (@BCCI) 23 January 2019
This looks fun 😁😁😁#TeamIndia #NZvIND pic.twitter.com/0EXXHYh2v7