বিরাট কোহলির ব্যাটিং-ক্ষমতা সবারই জানা। বিরাটের ব্যাট চলতে শুরু করলে প্রতিপক্ষের কোনও টার্গেটই কঠিন বলে মনে হয় না। তেমনই ভারত অধিনায়কের একটি সইয়েরও দারুণ ক্ষমতা। খুব শক্তিশালী সেই সই। বিরাট-ছোঁয়ায় নিমেষেই জনপ্রিয় হয়ে যেতে পারে যে কোনও জিনিসই। নাহলে সারে নামটা নিয়ে ভারতীয়দের তো আনন্দে গদগদ হওয়ার কিছু ছিল না। ঘটনা হল, এই কাউন্টি ক্লাবের হয়েই কোহলিকে এবার খেলতে দেখা যাবে। তাঁর সইয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সারে জনপ্রিয় হয়ে ওঠে সোশ্যাল মিডিয়ায়।
ভারত অধিনায়ক কেবল জুন মাসের জন্য সারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এই খবরের পরেই সোশ্যাল মিডিয়ায় ইংলিশ কাউন্টি ক্লাবটির উপরে ঝাঁপিয়ে পড়েন ভারতের ক্রিকেটপ্রেমীরা। কাউন্টি ক্লাব সারেতে সই করেছেন কোহলি, এই শীর্ষক খবর দিনের আলো দেখার ৪০ মিনিটের মধ্যেই ভারতীয়দের টুইটারে সারে ‘ট্রেন্ডিং ইন’ তালিকায় উঠে আসে।
টুইটারে সারের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে দেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। সেই কারণেই টুইটার ব্যবহারকারীদের সার্চের সৌজন্যে সারে উপরের সারিতে উঠে আসে। কোহলির এক সইতেই ভারতীয়দের মনে সারে সম্পর্কে কৌতূহল বেড়ে যায় বহুগুণে। জুন মাসে সারের হয়ে ছ’টি ম্যাচ খেলবেন ভারত অধিনায়ক। কোহলির জন্যই দেশে কাউন্টি ক্রিকেটের প্রতি উৎসাহ বাড়বে বলেই মনে করা হচ্ছে। নব্বইয়ের দশকে দেশে কাউন্টি ক্রিকেট টেলিভিশনে সরাসরি দেখানো হত। পরে দর্শকসংখ্যা ধীরে ধীরে কমেছে। এবার কোহলির জন্য বদলে যেতে পারে ছবিটা। একটা সইয়ের পরেই যদি সারে সম্পর্কে আগ্রহ বেড়ে যায় দেশের ক্রিকেটপ্রেমীদের, তাহলে কোহলি খেলতে নামার পরে ছবিটা কী হবে, তা সহজেই অনুমেয়।