SEND FEEDBACK

English
Bengali

প্রীতি জিন্টার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন কে? সিনেমায় নয়, বাস্তবজীবনে।

নিজস্ব প্রতিবেদন,এবেলা.ইন | ডিসেম্বর ২৪, ২০১৬
Share it on
প্রীতি জিন্টাকে নিয়ে কত কৌতূহল, তার ইয়ত্তা নেই। বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর কাছে কে আসছেন জানেন? নাম শুনলে অবাক হবেন।

 ভাগ্য ফেরাতে কিংগস ইলেভেন পঞ্জাব এবার কী করতে চলেছেন জানেন? এতদিন পর্যন্ত ভাল দল গড়েও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিছুই করে উঠতে পারেনি প্রীতি জিন্টার দল। গত দু’ বার তো হতশ্রী পারফরম্যান্স করেছে কিংগস ইলেভেন। লিগ টেবলের একেবারে নীচে থেকে শেষ করেছিল তারা। দু-দু’বারই প্রীতির দলের কোচ ছিলেন সঞ্জয় বাঙ্গার। গতবার দলের হতশ্রী পারফম্যান্সে এতটাই রেগে গিয়েছেন মালকিন প্রীতি যে সর্বসমক্ষে বাঙ্গারকে গালমন্দই করে বসেছিলেন। বাঙ্গার প্রচণ্ড অপমানিত হয়েছিলেন। কিন্তু তিনি সামনে একটি শব্দও খরচ করেননি। প্রীতিও স্থির করে ফেলেছিলেন, আইপিএলের নতুন সংস্করণে বাঙ্গারকে আর কোচ করবেন না। যেমন  ভাবনা, তেমনই কাজ। আগামীবছরের আইপিএলে কিংগস ইলেভেনের কোচ হিসেবে দেখা যাবে বীরেন্দ্র সহবাগকে। বাঙ্গারের গেলেন, সহবাগ এলেন। ‘নজফগড়ের নবাব’ অবশ্য গত দু’ বার কিংগস ইলেভেনের মেন্টর হিসেবে কাজ করেছেন। এবার সরাসরি কোচ। কাজটা কিন্তু কঠিন সহবাগের। 

Virender Sehwag Preity Zinta
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -