SEND FEEDBACK

English
Bengali

বিরাট শুরুর দিনে টুইটের সেরা সহবাগ

নিজস্ব প্রতিবেদন | অক্টোবর ১৭, ২০১৬
Share it on
হজমি কি গোলি, রংগো কি হোলি,ব্যাটিং মে কোহলি: পুরে ইন্ডিয়া কো পসন্দ হ্যায়

টুইটারে তাঁর সরস মন্তব্য আলোড়ন ফেলেছে ক্রিকেটমহলে। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং নিয়েও বীরেন্দ্র সহবাগের মন্তব্য ফের সাড়া ফেলে দিয়েছে।

ইনদওরে শেষ টেস্টে যেখানে শেষ করেছিলেন ব্যাটিং, রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে সেখান থেকেই নতুন অধ্যায় শুরু করলেন বিরাট কোহলি। ৮১ বলে ৮৫ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে ভারতকে এনে দিলেন মসৃণ জয়। যা দেখে প্রাক্তন ভারতীয় ওপেনারের টুইট, ‘হজমি কি গোলি, র‌ংগো কি হোলি, ব্যাটিং মে কোহলি: পুরে ইন্ডিয়া কো পসন্দ হ্যায়’।

সেখানেই থামেননি তিনি। কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে ধোনি রান আউট হয়ে যান। তা নিয়েও টুইট করেছেন বীরু। তাঁর টুইট, ‘ধোনি স্যার নে মুভি মে হি বোলা থা, স্ট্রাইক হাম লেঙ্গে, তুম বস রান আউট মাত কর দেনা’। তাঁর টুইট নিমেষে ভাইরাল হয়ে যায় সোশ্যাল ওয়াবসাইটে।

Virender Sehwag India New Zealand
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -