SEND FEEDBACK

English
Bengali

ধোনি ও সহবাগের সম্পর্ক কেমন? এতদিন চুপ ছিলেন। ধোনি সরতেই মুখ খুললেন বীরু

নিজস্ব প্রতিবেদন, এবেলা.ইন | জানুয়ারি ৭, ২০১৭
Share it on
বীরেন্দ্র সহবাগ কী বললেন মহেন্দ্র সিংহ ধোনি সম্পর্কে? এতদিন তিনি একটি শব্দও খরচ করেননি। যেই ধোনি নেতৃত্ব থেকে সরে গেলেন মুখ খুললেন সহবাগ।

এতদিন তিনি কিছু বলেননি। মহেন্দ্র সিংহ ধোনি নেতৃত্ব থেকে সরে যাওয়ার পরে মুখ খুললেন ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। শোনা যায়, তিনি অবসর নেওয়ার পরে সবার নাম বলেছিলেন বক্তৃতায়। কিন্তু ভুলে গিয়েছিলেন ধোনির নাম। ‘নজফগড়ের নবাব’ এবার ধোনি নিয়ে মুখ খুললেন। ধোনি সম্পর্কে তাঁর মতামত জানার অপেক্ষায় ছিল গোটা দেশ। রাঁচির রাজপুত্র নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরে সহবাগ প্রকাশ করলেন তাঁর মনের কথা। কী বললেন সহবাগ? একটি ওয়েবসাইটের হয়ে লিখেছেন সহবাগ। সেখানে তিনি ধোনি সম্পর্কে বলেছেন, ‘ধোনি সিংহহৃদয়ের। বিরাট বড় মনের ছেলে ও। ক্রিকেটার হিসেবে তো ধোনি দারুণ। মানুষ হিসেবে ধোনি আরও বড়মাপের।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে মায়ের নাম লেখা জার্সি পরে খেলতে নেমেছিলেন। শুধু ধোনি নন, সব ভারতীয় ক্রিকেটারই নিজেদের মায়ের নাম লেখা জার্সি পরে খেলেছিলেন। সহবাগের নজর এড়ায়নি এই বিষয়টা। ভারতের প্রাক্তন এই ওপেনার লিখেছেন, ‘মাঠের ভিতরে ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে ধোনির দক্ষতার কথা সবারই জানা। শেষ যে ওয়ানডে ম্যাচে ধোনি খেলেছিল সেই ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা যে যার নিজের মায়ের নাম লেখা জার্সি পরে খেলতে নেমেছিল। এই ব্যাপারটার প্রশংসা করতেই হয়।’   

Virender Sehwag MS Dhoni
Share it on
আরও যা আছে
আরও খবর
ওয়েবসাইটে আরও যা আছে
আরও খবর
আমাদের অন্যান্য প্রকাশনাগুলি -