বিয়ের জন্মদিন। ঠিক এক বছর আগে ইতালির তাসকানিতে বিরাট-অনুষ্কার চার হাত এক হয়েছিল। অস্ট্রেলিয়া সফরের ঠাসা ক্রীড়াসূচি সামলেই নিজেদের বিবাহ বার্ষিকী নিজেদের মতো করে উদযাপন করছেন বিরুষ্কা জুটি। এর মধ্যেই অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বিরাট-অনুষ্কা।
চলতি সিরিজে ভারতের পেস ব্যাটারি যাতে পর্যাপ্ত বিশ্রাম ও আরাম পায়, সেজন্য উদ্যোগী হলেন স্বয়ং বিরাট-অনুষ্কা। অ্যাডিলেড থেকে পারথে দ্বিতীয় টেস্ট খেলতে উড়ে যাওয়ার সময় নিজেদের জন্য সংরক্ষিত বিজনেস ক্লাসের আসন ছেড়ে দিলেন বিরুষ্কা জুটি। বিজনেস ক্লাসে সেই আসনেই পাঠানো হল ভারতের পেসারদের।
অ্যাডিলেডে ঐতিহাসিক টেস্ট জিততে বড় ভূমিকা নিয়েছিলেন ইশান্ত, সামি এবং বুমরাহ। দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে যাতে পুরোপুরি আরাম পায়, সেই জন্য এমন সিদ্ধান্ত ক্যাপ্টেন বিরাট। পুরো বিষয়টি অবশ্য গোপনই ছিল। তবে মাইকেল ভন নিজেই টুইট করে এই ব্যাপার খোলসা করেছেন।
Witnessed @imVkohli & his wife give up their Business class seats to allow the Quicks more comfort & space on the trip from Adelaide - Perth !! Danger Australia .. Not only are the quicks more relaxed .. The Skipper is managing his troops with great human touches #AUSvIND
— Michael Vaughan (@MichaelVaughan) December 11, 2018
প্রাক্তন ইংরেজ তারকা ক্রিকেটার বর্তমানে অস্ট্রেলিয়াতেই রয়েছেন। ধারাভাষ্যকারের কাজ করছেন তিনি। নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা টুইট করে লিখেছেন, ‘‘দেখলাম বিরাট কোহলি ও তাঁর স্ত্রী নিজেদের বিজনেস ক্লাসের সিট ছেড়ে দিয়েছেন যাতে পেসাররা অ্যাডিলেড থেকে পারথে যাওয়ার সময় স্বাচ্ছন্দ্য ও পর্যাপ্ত জায়গা থাকে। অস্ট্রেলিয়া সাবধান... ওদের পেসাররা কিন্তু কেবল মাত্র রিল্যাক্সডই থাকছে না, ক্যাপ্টেন মানবিকতার সঙ্গে ওঁদের ট্রুপ সামলাচ্ছে।’’