কলকাতার নতুন গল্ফ ডেস্টিনেশন এখন ইকো পার্ক। সম্প্রতি সেখানেই হিডকো ও টাটা ডকোমো-র যৌথ উদ্যোগে আয়োজিত হল একটি করপোরেট গল্ফ চ্যাম্পিয়নশিপ। প্রায় ২০০ জন করপোরেট অ্যামেচার গল্ফাররা অংশ নিলেন এই প্রতিযোগিতায়। টিসিএস, কগনিজান্ট, আইবিএম, টাটা স্টিল, ইয়েস ব্যাঙ্ক, মাহিন্দ্রা থেকে ওএনজিসি, ট্রাক্টর্স ইন্ডিয়া, গোদরেজ ইত্যাদি কোম্পানির প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতা করলেন ইকো পার্কের এই নতুন গল্ফ কোর্সটিতে।
পুরুষদের বিভাগে ২৯৬ ইয়ার্ডস ড্রাইভটি খেলে ট্রফি জিতেছেন ‘গঙ্গা কুটির’ হোটেলের জেনারেল ম্যানেজার ময়ূখ রায়। দিনের সবচেয়ে দীর্ঘ ড্রাইভটিও খেলেছেন ময়ূখ— ৩০২ ইয়ার্ডস। মহিলাদের বিভাগে ট্রফি জিতেছেন নিকিতা বিশ্বাস। তাঁর ড্রাইভটি ছিল ২০৭ ইয়ার্ডসের। এছাড়াও আরও দু’টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা হয়— মিক্সড ডাবলস এবং ভেটেরান। প্রথমটি দ্বৈতভাবে জিতেছেন রাজীব রায় ও অনুপমা দাশগুপ্ত। গড় ড্রাইভিং দূরত্ব ছিল ২৩২ ইয়ার্ডস। দ্বিতীয়টি জিতেছেন আইজি, কোস্ট গার্ড কে এস শেওরান। ড্রাইভিং দূরত্ব ২৪৪ ইয়ার্ডস।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি উচ্চপদস্থরা। প্রতিযোগিতার টাইটেল স্পনসর টাটা ডোকোমো-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন উত্তর-পূর্বাঞ্চলের বিশাল ভট্ট এবং হিডকো-র চেয়ারম্যান দেবাশিস সেন।