বুধবারেই বৃষ্টিবিঘ্নিত ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে দ্বিতীয় এলিমিনেটর খেলা নিশ্চিত করেছে নাইট রাইডার্স। ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে গৌতম গম্ভীর কেকেআর-কে জয়ের তীরে পৌঁছে দিয়েছেন। সামনে এবার মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাদের হারালেই পুণের বিরুদ্ধে ফাইনালে ওঠার ছাড়পত্র পেয়ে যাবে কেকেআর।
গ্রুপ লিগের শেষ ম্যাচে এই মুম্বইয়ের বিপক্ষেই হার হজম করে কোনওরকমে চতুর্থ স্থান অর্জন করছিল নাইট ব্রিগেড। ইডেনে সেই ম্যাচে হাজির ছিলেন শাহরুখ স্বয়ং। শাহরুখের উপস্থিতিও হারের হাত থেকে বাঁচাতে পারেনি নাইট রাইডার্স-কে।
তার পরেই বাইপাসের ধারে এক হোটেলে দলের সঙ্গে দশ বছর পূর্তির সেলিব্রেশন পার্টি দিয়েছিলেন শাহরুখ। সেই পার্টির পরেই তিনি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দলের সঙ্গে ফোটো পোস্ট করে লিখেছিলেন, ‘নস্ট্যালজিয়া, আঘাত এবং ভাল মুহূর্ত। শেষ দশ বছরে দলের সঙ্গে কাটালাম নিজের শহর কলকাতায়। সকলকে ধন্যবাদ।’
সেই সেলিব্রেশন পার্টিতেই শাহরুখের তরফে সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে মজার মজার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। শাহরুখও নিজের রসসিক্ত ভঙ্গীতে উত্তর দিয়েছিলেন। সেই অংশটিই বৃহস্পতিবার সম্প্রচারকারী চ্যানেলে উপস্থাপন করা হয়। কেকেআর দলের ‘দেবদাস’ কে? এমন প্রশ্নের জবাবে কিংগ খান বলেন, ‘আমাদের দলে যে সবথেকে বেশি ড্রিংক করে সেই দেবদাস, এটা ক্রিস লিন।’
তাঁর করা ‘দিল তো পাগল হ্যায়’ ও ‘রইস’ সিনেমার দুই বিখ্যাত চরিত্র— রাহুল ও রইস যথাক্রমে মণীশ পাণ্ড্য ও ইউসুফ পাঠান। বলিউডের বাদশাকে বলতে শোনা যায়, ‘দিল তো পাগল হ্যায়’-এর রাহুল? আমার মনে হয় মণীশ পাণ্ড্য যথেষ্ট ভাল দেখতে। ও-ই রাহুল!’ এর পর তার সংযোজন, ‘রইস তো কেবল ইউসুফ পাঠান হতে পারে। এটা নিয়ে কোনও প্রশ্ন হতে পারে না।’
দেখুন ভিডিও...
ক্রিস লিনের ব্যাপারে ‘বাদশা ’খান কী বললেন