ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংগসে থাকাকালীন বেশ কয়েকবার ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে। ম্যাচ গড়াপেটা কাণ্ডে জড়ানোয় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ও রাজস্তান রয়্যালস দু’ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। শান্তাকুমারন শ্রীসন্থের ভবিষ্যৎ শেষ হয়ে গিয়েছে। অভিযোগ ওঠা সত্ত্বেও ধোনি কিন্তু বেঁচে গিয়েছেন।
কেবল আইপিএল-এ নয়, জাতীয় দলের হয়ে খেলার সময়তেও ধোনি নাকি ম্যাচ গড়াপেটায় জড়িত ছিলেন। এমনই অভিযোগ আনা হয়েছিল ধোনির বিরুদ্ধে। অভিযোগ এনেছিলেন আবার ভারতীয় দলের ম্যানেজার হিসেবে যাওয়া সুনীল দেব।
২০১৪-য় ম্যানচেস্টারে খেলা ভারত-ইংল্যান্ড টেস্টটি নাকি ‘ফিক্সড’ ছিল বলে দাবি করেন দিল্লি ক্রিকেট সংস্থা ও ভারতীয় দলের প্রাক্তন ম্যানেজার সুনীল দেব। ওই সময় ভারতীয় দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি। সুনীল দেব বলেছিলেন, ‘‘বৃষ্টি ও পিচের জন্য আমরা টিম মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম আগে বোলিং করব। বিস্মিত হয়ে দেখলাম ধোনি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল।’’
বারবার ধোনির বিরুদ্ধেই কেন গড়াপেটার অভিযোগ ওঠে? ধোনির বিরুদ্ধে তদন্তও করা হয়েছে। কিন্তু তিনি যে ম্যাচ গড়াপেটায় জড়িত তা প্রমাণ করা সম্ভব হয়নি। তবুও তাঁর বিরুদ্ধে ওঠে ভয়াবহ বেটিংয়ের অভিযোগ। ক্রিকেটপাগলরা বলে থাকেন, ধোনি সফল অধিনায়ক, তাই তাঁকে সবাই হিংসা করেন। আর হিংসার থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হয়। কখনও বলা হয় ধোনি মোটেও ভাল ক্রিকেটার নন। কখনও বলা হয়, ভাগ্যদেবী তাঁর সঙ্গে রয়েছে, তাই ধোনির আঙুল ফুলে কলাগাছ অবস্থা। যা ধরেন তাতেই সোনা ফলে। নিন্দুকদের তো আর থামানো যায় না! তাঁরা বলতেই থাকেন। টার্গেট করে নেন ভারতের সফলতম অধিনায়ককে। কখনও বলা হয় তিনি গড়াপেটায় জড়িত, কখনও আবার অন্য অভিযোগ আনা হয়।
সুনীল দেব বলেছেন, মাঠে গিয়ে সিদ্ধান্ত বদলেছিলেন ধোনি। মাহি এমনই। কী করতে চলেছেন কাউকে ঘুণাক্ষরেও জানতেও দেন না। অস্ট্রেলিয়া সফরে টস করতে নেমে ধারাভাষ্যকারদের জানান, তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চলেছেন। ধোনির মুখ থেকে এ হেন বক্তব্য শোনার পর তো সবাই বিস্মিত হয়ে যান। দলের কেউই জানতেন না ধোনি এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন।
সাক্ষী সিংহ রাওয়াতকে যে বিয়ে করতে চলেছেন তিনি, সেই বিষয়েও কাউকে আগেভাগে জানাননি ধোনি। খুব কাছের বন্ধুদেরও বিয়ের কথা জানাননি তিনি। এরকমই ধোনি। মাঠে গিয়ে চটজলদি সিদ্ধান্ত বদলে বলের জায়গায় ব্যাটিং নিয়ে নিলেন ধোনি, তা দিয়ে মোটেও প্রমাণিত হয় না ধোনি বেটিংয়ে জড়িত। বরং ধোনি চটজলদি সিদ্ধান্ত নেন। পরিস্থিতি যেরকম সেই অনুযায়ী তিনি সিদ্ধান্ত নেন। আর তার জন্যই তো ধোনি এত সফল। সফল ব্যক্তিকে সবাই কিন্তু হিংসাই করে।
আরও পড়ুন...
আইপিএল-এর পরে আবার হবে ধোনি ও কোহলির লড়াই।
ইনি একদিন চুমু খেয়েছিলেন ধোনিকে। জানেন কি, আজ কোথায় সেই মেয়ে?