ভারতীয় জাতীয় দল ও কেকেআর তারকা এমন এক ‘রেকর্ড’ গড়ে ফেললেন তার অজান্তে, যা তিনি সম্ভবত কোনওদিন স্বপ্নেও ভাবেননি। এক ইনিংসে তিনি করে ফেললেন ১২৩০ রান। তাঁর এতে অবশ্য কোনও কৃতিত্বই নেই। ইউসুফ পাঠানের উইকিপিডিয়া প্রোফাইলেই এমন ভুল তথ্য দেওয়া হয়েছে। উইকিপিডিয়ার পরিসংখ্যানগত বিষয়টির সঙ্গে একটি বেসরকারি ক্রিকেট ওয়েবসাইটের সঙ্গে সংযুক্ত রয়েছে। প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণেই এমন ভুল মনে করা হচ্ছে। তাছাড়া উইকিপিডিয়া প্রোফাইল অনেকেই ‘এডিট’ করতে পারেননি। কোনও একটি কারণে ইউসুফ পাঠানের পরিসংখ্যাগত ত্রুটি ছড়িয়ে পড়ে।
উইকিপিডিয়ায় বহু আলোচিত সেই পরিসংখ্যান
একদিনের ক্রিকেটে ৫৭টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়া ইউসুফের মোট স্কোর ৮১০ রান। অথচ উইকিপিডিয়ার প্রোফাইলে দেখা যাচ্ছে ইউসুফের স্কোর আরও একহাজার অতিরিক্ত রান! আসলে একদিনের ক্রিকেটে ‘বড়ে পাঠানে’র সর্বোচ্চ স্কোর ১২৩। এই সংখ্যাটির সঙ্গেই কোনও কারণে একটি অতিরিক্ত শূন্য যুক্ত হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি সামনে আসতেই উইকিপিডিয়া কর্তৃপক্ষ পুনরায় বিষয়টি ‘এডিট’ করে দেন।
উইকিপিডিয়ায় পরে সংশোধন করে দেওয়া হয় পরিসংখ্যান
জাতীয় দলের জার্সিতে ইউসুফের শেষ একদিনের ম্যাচ পাঁচ বছর আগে ২০১২-তে। ঘরোয়া ক্রিকেট খেলেই আপাতত তিনি ব্যস্ত থাকেন। আইপিএল-এ কেকেআর-এর হয়ে খেলার পর সম্প্রতি তিনি তামিলনাড়ু প্রিমিয়ার লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।