মহম্মদ শামি জ্বলে উঠলেন কেপ টাউনে। একই টেস্টে জ্বলে উঠলেন আরও এক বঙ্গ ক্রিকেটার। তিনি ঋদ্ধিমান সাহা।
এই দু’ জন একই টেস্টে আলো ছড়ানোর ফলে প্রথম টেস্টে ভারতের জয়ের গন্ধ ম ম করছে।
বল হাতে মহম্মদ শামি সংহার মূর্তি ধারণ করেন। শুধু শামি নন, যশপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমারও আগুন ঝরান কেপ টাউনের বাইশ গজে। আর তার ফলে প্রোটিয়ারা দ্রুত শেষ হয়ে যায় দ্বিতীয় ইনিংসে।
উইকেটের পিছনে দাঁড়িয়ে চলতি টেস্টে দশটি ক্যাচ ধরেন বাংলার ঋদ্ধি। এর ফলে নতুন পালক বাংলার উইকেটকিপারের মুকুটে। এর আগে কোনও ভারতীয় উইকেটকিপার উইকেটের পিছনে দাঁড়িয়ে দশ-দশটি শিকার ধরতে পারেননি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে মহেন্দ্র সিংহ ধোনির শিকার ছিল ৯টি। ঋদ্ধি এদিন ছাপিয়ে গেলেন অগ্রজ ধোনিকেও। এর পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। মাহি নন, দেশের একনম্বর কিপার হিসেবে ভক্তরা ঋদ্ধিমানকেই সেরার মুকুট পরাচ্ছেন।