রিয়াল মাদ্রিদে ম্যানেজার হওয়ার পর গত এক বছরে পাঁচ নম্বর ম্যাচ হারলেন জিনেদিন জিদান। বুধবার লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে।
গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে ক্ষুব্ধ রিয়াল ম্যানেজার। লিগ টেবিলের শীর্ষে থাকলেও বুধবারের হারের পর দু’নম্বরে থাকা বার্সেলোনার (২৩ ম্যাচে ৫১) সঙ্গে রিয়ালের ব্যবধান মাত্র এক পয়েন্টের (২২ ম্যাচে ৫২)। সেই কারণেই হয়তো জিদান পুরো শক্তির দল নামিয়ে ছিলেন। হারের পর সাংবাদিক বৈঠকে ক্ষুব্ধ জিদান বলেছেন, ‘‘জঘন্য খেলেছে দল। প্রথম দশ মিনিটেই ম্যাচটা আমরা দিয়ে দিয়েছি ভ্যালেন্সিয়া’কে।’’ প্রথম দশ মিনিটেই দু’গোলে পিছিয়ে গিয়েছিল রিয়াল। ৪৪ মিনিটে ব্যবধান কমান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
জিদান আরও বলেছেন, ‘‘তবে, এই ম্যাচ লিগে আমাদের ভাগ্য নির্ধারিত করত না। তাই সামনের দিকে তাকাতে হবে।’’
জিতেও চিন্তায় মোরিনহো
বুধবার সঁতে এতিয়েন’কে ইউরোপা লিগের দ্বিতীয় লেগের ম্যাচে ১-০ হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। কিন্তু চোট পেয়ে আগামী রবিবার ইএফএল কাপ ফাইনালে নেই বুধবারের গোলদাতা হেনরি মাখতারিয়ান।