চলতি লা লিগায় এখনও পর্যন্ত গোলের হিসাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করেছেন ১০ গোল। লিওনেল মেসি ৯ গোল করে দুই নম্বরে। কিন্তু শনিবার ক্যাম্প ন্যু’তে এই মরসুমের এল ক্লাসিকোর প্রথম সাক্ষাতের আগে তাঁর চিরকালীন প্রতিপক্ষকে পিছনে ফেলে অ্যাডভান্টেজ রোনাল্ডো!
ক্যাম্প ন্যু’তে তাঁর দুর্দান্ত পরিসংখ্যানে দুশ্চিন্তায় পড়তে পারেন বার্সা সমর্থকরা। ২০০৯-এর পর থেকে ক্যাম্প ন্যু’তে বার্সা শিবিরের কাছে রোনাল্ডো যেন সাক্ষাৎ ‘দুঃস্বপ্ন’। ১২টি এল ক্লাসিকোয় ১০টি গোল করেছেন তিনি। যেখানে ঘরের মাঠে মেসি মাত্র পাঁচটি গোল করেছেন এখনও পর্যন্ত! শনিবারের লড়াইয়ে কি তবে লিও মেসিকে ছাপিয়ে যাবেন সি আর সেভেন?
প্রত্যাশিত সেই প্রশ্নের জবাবে শান্ত জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদ ম্যানেজারের বক্তব্য, ‘‘ওরা নিজেদের ধারার দুই ব্যতিক্রমী ফুটবলার। আমার মনে হয় না ওদের নিয়ে বিতর্ক তৈরি করার দরকার রয়েছে।’’
যদিও জিদান এও মনে করিয়ে দিতে ভোলেননি যে, শনিবারের লড়াইয়ে চোট সারিয়ে দুর্দান্ত মেজাজে ফেরা রোনাল্ডো তাঁর ফর্ম ধরে রাখবেন। তাঁর মন্তব্য, ‘‘রোনাল্ডো অবিশ্বাস্য ফুটবল খেলছে। আশা করছি, ও ফর্ম ধরে রাখতে পারবে। আমি ক্রিশ্চিয়ানোর ফুটবলে খুশি।’’
চলতি বছরের এপ্রিল মাসে ক্যাম্প ন্যু’তে ম্যানেজার হিসাবে প্রথমবার এল ক্লাসিকো জেতার পর জিদানের নতুন রিয়াল মাদ্রিদ সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে ৩১ ম্যাচ অপরাজিত। যেখানে লা লিগায় শেষ দু’টি ম্যাচে সেল্টা ভিগো ও দেপোর্তিভো আলাভেসের মতো দলের বিরুদ্ধে হেরে কোণঠাসা গতবারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে রিয়ালের (১৩ ম্যাচে ৩৩) চেয়ে ছয় পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা (১৩ ম্যাচে ২৭)।
আর সেই তথ্যে চাপ বাড়ছে বার্সেলোনা শিবিরের। দলের অন্যতম ডিফেন্ডার জেরার পিকে যেমন বলছেন, ‘‘শনিবার এমন ফুটবল আমাদের খেলতে হবে যাতে রিয়াল মাদ্রিদকে হারানো যায়।’’ প্রকাশ্যে ততটা উৎকণ্ঠা প্রকাশ না করলেও ম্যানেজার লুইস এনরিকে মেনে নিচ্ছেন, তাঁর দল প্রত্যাশামাফিক ফুটবল খেলতে পারছে না। তিনি বলেছেন, ‘‘আমরা যে কোনও খেতাবি লড়াইয়েই ফেভারিট। কিন্তু এও ঠিক যে, দলের ধারাবাহিকতায় ছেদ পড়েছে। কিন্তু সেটাকে বড় সংকট বলে চিহ্নিত করাও অর্থহীন।’’
এনরিকে’কে আরও সাহসী করে দিয়েছে, চোট সারিয়ে ফিট আন্দ্রে ইনিয়েস্তার প্রত্যাবর্তন। উল্লসিত বার্সেলোনা ম্যানেজার বলেছেন, ‘‘চোট সারিয়ে যে কোনও ফুটবলারের ফিরে আসা আনন্দের খবর। কিন্তু সেই ফুটবলারের নাম যদি ইনিয়েস্তা হয়ে থাকে, তবে আনন্দও বিশেষ ধরণের হয়ে থাকে।’’ আরও বলেছেন, ‘‘অধিনায়ক সুস্থ হয়ে এই গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরছে, তার চেয়ে বড় আনন্দের খবর আর কিছু হতে পারে না। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই এই ম্যাচে লড়াই করব।’’
ইতিমধ্যে ৩৩টি এল ক্লাসিকো খেলে ফেলা ইনিয়েস্তা যে তাঁর দলের পক্ষে সমস্যা হয়ে উঠতে পারে, তা মেনে নিয়েছেন জিদানও। রিয়াল ম্যানেজারের মন্তব্য, ‘‘নিঃসন্দেহে বার্সেলোনার কাছে এটা বড় প্রাপ্তি। বরং আমি বলব টোনি ক্রুসের না থাকা দলের পক্ষে চিন্তার হয়ে গেল। ও খেললে ইনিয়েস্তা’কে নিষ্ক্রিয় করার দায়িত্ব ওকেই দিতাম।’’
যদিও রিয়াল ম্যানেজার এ-ও জানিয়েছেন, সাত মাস আগে ক্যাম্প ন্যু’তে যে রক্ষণাত্মক মানসিকতা নিয়ে দল খেলতে এসেছিল, সেই মেজাজ পাল্টে গিয়েছে। জিদান বলেছেন, ‘‘শুধু এই ম্যাচ নয়, আমরা সমস্ত ম্যাচে জিততে চাই। প্রত্যেক ম্যাচে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই আমাদের কাছে এখন চ্যালেঞ্জ।’’