ক্লাবের হয়ে সর্বকালের সেরা সর্বোচ্চ গোলদাতার প্রথম দশে ঢুকে পড়লেন করিম বেঞ্জেমা। রবিবার আলাভেস’কে ৩-০ গোলে হারিয়ে লা লিগা খেতাবি দৌড়ে বার্সেলোনাকে আরও পিছনে ফেলে দিল রিয়াল মাদ্রিদ।
২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জিনেদিন জিদানের দল। সমসংখ্যক ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৬৩। ম্যাচের পর রিয়াল মাদ্রিদ ম্যানেজারের মন্তব্য, ‘‘টানা ফুটবলের ধকল সামলেও ফুটবলাররা যে লড়াই করে চলেছে, সেটা আমার কাছে দারুণ প্রাপ্তি। ওদের জন্য গর্বিত।’’
রবিবারের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ৩১ মিনিটে দানি কার্ভাহালের পাস থেকে দ্বিতীয় পোস্টের কোণ দিয়ে দলের পক্ষে প্রথম গোল করে যান ফরাসি স্ট্রাইকার করিম বেঞ্জেমা। ম্যাচের পর যিনি বলেছেন, ‘‘আমার মনে হয়েছিল দ্বিতীয় পোস্টের কোণ দিয়ে বল গোলে রাখা সম্ভব। আমি শুধু সেই কাজটাই করেছি। দলের এই জয়টা খুবই দরকারি হয়ে পড়েছিল।’’ ৮৫ এবং ৮৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে যান ইস্কো এবং ন্যাচো।
রবিবারের ম্যাচে দুর্দান্ত জয়ের মধ্যেই রিয়াল মাদ্রিদ শিবিরে আফশোস ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল বাতিল হয়ে যাওয়ার ঘটনায়। ৫৪ মিনিটে গোল করে উল্লাসে লাফিয়েও ওঠেন পর্তুগিজ তারকা। কিন্তু তা অফসাইডের কারণে নাকচ হয়ে যায়। ম্যানেজার জিদান বলেছেন, ‘‘ঘটনাটা হতাশাজনক। কিন্তু রোনাল্ডোর ফুটবলে আমি সন্তুষ্ট। মরসুম যত ফুরিয়ে আসছে, লড়াইও কঠিন হয়ে উঠছে।’’