একুশের সমাবেশ থেকে ফেরার পথে গাড়ি উল্টে গুরুতর জখম হলেন প্রায় ২০ জন তৃণমূল সমর্থক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের কালিকাতলায়। আহতদের ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, এদিন সমাবেশ শেষে ম্যাটাডোরে করে ফিরছিলেন প্রায় ২৫ জন তৃণমূল সমর্থক। হরিদেবপুরের কাছে গাড্ডায় পড়ে গাড়িটি উল্টে যায়। যখম হন যাত্রীরা। তাঁদের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগেও একাধিকবার শহরের রাস্তায় এমন ঘটনা ঘটেছে। কলকাতার রাস্তার দুরবস্থা নিয়ে তাই আরও একবার প্রশ্ন তুলে দিল এই অ্যাক্সিডেন্ট।
দেখুন ভিডিও—