পরিবারের সঙ্গে দিঘায় বেড়াতে এসে রহস্যজনক ভাবে নিখোঁজ হল এক কিশোরী। অবশেষে শঙ্করপুরের কাছে মিলল তার মৃতদেহ।
সূত্রের খবর, রৌশন খাতুন (৯) নামের ওই কিশোরীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার আনন্দপুর থানার গুলশন কলোনিতে। রবিবার সন্ধ্যায় বাবা আবু উমর-সহ পরিবারের লোকেদের সঙ্গে নিউ দিঘার মেরিনা ঘাটে বসেছিল রৌশন। সমুদ্রের পাড়ে বসে অন্যমনস্ক ছিলেন তাঁর পরিবারের লোকেরা। রৌশনের দিকে কারও খেয়াল ছিল না।
এর পরেই আচমকা নিখোঁজ হয়ে যায় রৌশন। পরিবারের লোকেরা তাকে খুঁজে না পেয়ে রাতেই দিঘা থানায় নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেন। দিঘা থানার ওসি বাসুকিনাথ বন্দোপাধ্যায় জানান, রবিবার নিউ দিঘার মেরিনা ঘাট থেকে রৌশন খাতুন নামে ৯ বছরের ওই কিশোরী নিখোঁজ হয়েছিল। রবিবার রাতভর তল্লাশি চালিয়েও তাঁর খোঁজ পায়নি পুলিশ।
এর পর সোমবার তার দেহ মিলল শঙ্করপুরের কাছে।